গতকাল সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি। যেখানে পড়ুয়াদের ক্লাস হচ্ছে স্কুলের মাঠে বা খোলা জায়গায়। সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে এই ধাঁচে ক্লাস হচ্ছে প্রাক প্রাইমারি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত। পাড়ায় শিক্ষালয় কর্মসূচি ঘোষণা করার পরেই এইভাবে পড়ুয়াদের ক্লাস করানোর জন্য উৎসাহ দেখা গিয়েছিল বেসরকারি স্কুলগুলোতে। সেই মতই বিভিন্ন বেসরকারি স্কুলে পড়ুয়াদের পাড়ায় শিক্ষালয়ের ধাঁচে ক্লাস করাতে দেখা গেল। ফিউচার ফাউন্ডেশন স্কুল, রামমোহন মিশন হাইস্কুল প্রভৃতি স্কুলে দেখা গেল এরকমই ছবি। বেসরকারি স্কুল কর্তৃপক্ষের মতে, পাড়ায় শিক্ষালয়ের ধাঁচে ক্লাসে পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আনোয়ার শাহ রোড সংলগ্ন রামমোহন মিশন হাইস্কুলে পড়ুয়াদের ক্লাস হচ্ছে স্কুলের মাঠে। স্কুলে প্রবেশের আগেই পড়ুয়াদের ফুল দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি তাদেরকে স্যানিটাইজার দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে।অন্যদিকে, বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয় রিজেন্ট পার্ক এর ফিউচার ফাউন্ডেশন স্কুলে। যারমধ্যে ছিল ক্রিকেট-ফুটবল প্রভৃতি ধরনের খেলা। দ্বিতীয় থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের এদিন ফিউচার ফাউন্ডেশন স্কুলে ডাকা হয়েছিল। এইসমস্ত পড়ুয়াদের স্কুলে ক্লাস বন্ধ রয়েছে প্রায় দু'বছর ধরে। তাদের নিয়মিত ক্লাস হচ্ছে অনলাইনে। তাই দু'বছর পর স্কুলে আসতে পেয়ে পড়ুয়াদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে বলে জানাচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুল কর্তৃপক্ষের মতে, সরকারি এবং সরকার পোষিত স্কুলে পাড়ায় শিক্ষালয় কর্মসূচিতে পড়ুয়ারা খোলা আকাশের নিচে যেভাবে ক্লাস করার সুযোগ পাচ্ছে সেই আনন্দ বেসরকারি স্কুলের পড়ুয়াদের পাওয়া উচিত। সেই কারণেই স্কুল কর্তৃপক্ষের তরফে পাড়ায় শিক্ষালয়ের ধাঁচে ক্লাসের আয়োজন করা হয়।