কলকাতার আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয়েছিল এক মহিলা চিকিৎসককে। গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিল এই ঘটনা। এবার সেই তরুণী চিকিৎসকের বাবা একাধিক প্রশ্ন তুলেছেন এবং এই ঘটনায় একাধিক পুরুষের জড়িত থাকার অভিযোগ করেছেন।
তরুণী চিকিৎসকের বাবা জানান, তদন্ত ও প্রমাণ লোপাটের অভিযোগে ৫৪টি প্রশ্ন দাখিল করে হাইকোর্টে মামলা করেছে পরিবার।
তিনি বলেন, ‘আমরা হাইকোর্টে মামলা করেছি এবং ৫৪টি প্রশ্ন জমা দিয়েছি। আমার মেয়ে যাতে ন্যায়বিচার পায় সেজন্য আদালত সেই উত্তরগুলি আমাদের কাছে নিয়ে আসবে। আমার মেয়েকে ধর্ষণ ও হত্যার সঙ্গে অনেকে জড়িত। আর প্রমাণ টেম্পারিংয়ের সঙ্গে জড়িত রয়েছে অনেকের হাত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রমাণ লোপাটের প্রক্রিয়ার নেতৃত্ব দিয়েছেন,’ নির্যাতিতার বাবা সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন।
তিনি বলেন, 'পুলিশ তদন্তের জন্য ডগ স্কোয়াড নিয়ে এসেছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো রিপোর্ট পাইনি। আদালতের প্রতি আমাদের আস্থা আছে এবং আদালত আমাদের ইচ্ছা অনুযায়ী সুষ্ঠুভাবে কাজ করছে।
আরজি কর ধর্ষণ মামলা: কী হয়েছিল ঘটনাটি?
গত বছরের ৯ অগস্ট কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৩১ বছরের এক কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়।