কলকাতার মা উড়ালপুল এবং এজেসি বোস রোড উড়ালপুল সবসময় ব্যস্ত থাকে। কিন্তু এই উড়ালপুলের সংযোগকারী রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে বলে অভিযোগ। ‘মা’ উড়ালপুল দেখভালের দায়িত্বে রয়েছে কেএমডিএ। তাদের অভিযোগ, এই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে মেরামতের অনুমতি মিলছে না। রাতের দিকে পুলিশের অনুমতি মিললেও দুই উড়ালপুলের এই সংযোগকারী রাস্তার সার্বিক সংস্কার করা সম্ভব হচ্ছে না। সুতরাং রোজকার যানবাহন যাতায়াতে আরও খারাপ হচ্ছে রাস্তা। গোটা পথেই উঠে গিয়েছে বিটুমিনের আস্তরণ। তৈরি হয়েছে গর্ত।
কেমন অবস্থা হয়েছে রাস্তার? ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে এজেসি বোস উড়ালপুল ধরে একটু এগলেই বাঁদিকেই চলে গিয়েছে মা উড়ালপুলগামী লেন। এই রাস্তাগুলি খানাখন্দে ভরে গিয়েছে। এমনকী একাধিক গর্তও হয়েছে। এই রাস্তায় উঠলে মোটরবাইক বা চার চাকার গাড়ি রীতিমতো ঝাঁকুনি খায়। এমনকী পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ের উপরের অংশে উড়ালপথের পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এখানে পিচের আস্তরণ উঠে ঢেউ খেলানো হয়ে গিয়েছে পথ।
পুলিশ কী তথ্য পেয়েছে? কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, ‘মা’ উড়ালপুলের উভয়মুখী রাস্তায় দিনে কমবেশি দেড় লক্ষ গাড়ি চলাচল করে। এই ব্যস্ত উড়ালপথ বেহাল হয়ে পড়েছে। কিন্তু দিনের বেলায় রাস্তা বন্ধ করে মেরামত সম্ভব নয়। কারণ এগুলি সবচেয়ে ব্যস্ত রাস্তা। আর রাতে যেটুকু সময় দেওয়া সম্ভব তাতে গোটা রাস্তার মেরামত সম্ভব নয়। তাই এভাবেই পড়ে রয়েছে। আর দিন দিন তা খারাপ হয়েই চলেছে। তবে বিকল্প একটা ব্যবস্থা করতেই হবে।
কী তথ্য পেয়েছে কেএমডিএ? কেএমডিএ সূত্রের খবর, এই রাস্তা ৯৮০ মিটার দীর্ঘ। গত কয়েক বছর ধরেই বিটুমিনের স্তর উঠে গিয়ে রাস্তার হাল বেহাল হয়েছে। কিন্তু রাস্তা মেরামত করা যায়নি। নামপ্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, ‘একাধিকবার লালবাজারকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু ওই রাস্তা দীর্ঘক্ষণ বন্ধ রাখার অনুমতি মিলছে না। ৬ মাস আগে রাতের দিকে চার ঘণ্টা রাস্তা বন্ধ করে জোড়াতাপ্পির কাজ হয়েছিল। কিন্তু সেটাও খুব স্বল্প পরিসরে হয়েছিল। রাস্তার হাল আরও খারাপ হয়েছে। টানা কয়েকদিন পুরোপুরি বন্ধ করা না গেলে গোটা রাস্তার সংস্কার সম্ভব নয়।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup