এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডির জালে পার্থ চট্টোপাধ্যায়। আর এতেই রাজনৈতিক ভাবে অক্সিজেন পেয়েছেন বামেরা। চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে তোপ দাগতে নয়া স্লোগানকে হাতিয়ার করেছে বাম ছাত্র ও যুব সংগঠনগুলি। এদিকে বাম নেতা সুজন চক্রবর্তী বিদ্বজ্জনেদের চিঠি দিয়ে বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ সম্মান প্রদান অনুষ্ঠান বয়কটের আবেদন জানিয়েছেন।এদিকে চাকরিপ্রার্থীদের আবেগকে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নেমেছে বাম ছাত্র সংগঠন। শনিবার বিকেলে মৌলালি চত্বরে বিক্ষোভ মিছিল করেন এসএফআই এবং ডিওয়াইএফআইয়ের সদস্যরা। মিছিলে স্লোগান ওঠে – ‘চোর ধরো, জেলে ভরো, স্বচ্ছ নিয়োগ চালু করো।’ আজ রবিবার এূ আগামিকাল সোমবারও রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি রয়েছে বামেদের।এদিকে শনিবারই কলকাতায় আন্দোলনরত চাকরিপ্রার্থীদের মঞ্চে হাজির হয়েছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সেখানে বিদ্যজ্জনদের বঙ্গবিভূষণ প্রদান অনুষ্ঠান বয়কটের আহ্বান জানান তিনি। তাঁর আবেদন, আপনাদের মুখের আড়ালে দুর্নীতিগ্রস্তদের মুখ আড়াল করতে দেবে না। এদিন সুজনবাবু বলেন, রাজ্য সরকার বঙ্গবিভূষণ পুরস্কার দিতে চলেছে শুনেছি। সেই মঞ্চে জ্ঞানীগুণী লোকেরা হাজির থাকবেন। আমি নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অভিনেতা দেবশঙ্কর হালদারকে অনুরোধ করব আপনারা ওই অনুষ্ঠান বয়কট করুন। দুর্নীতিগ্রস্ত সরকারের মঞ্চে আপনারা হাজির হবেন না। তাহলে আপনাদের জন্য আন্দোলনকারী ছাত্রছাত্রীদের মনে সম্মান অটুট থাকবে। এই সম্মান আপনাদের গরিমা বাড়াবে না।