আপনার এটি কার্ড লক হয়ে গিয়েছে। ব্যাঙ্ক থেকে বলছি। পিন নম্বর বলুন ঠিক করে দেবো। আর সেটি জানার পর একটি বার্তা আসে মোবাইল ফোনে। সব টাকা হাওয়া। তখন কপাল চাপড়ানো ছাড়া কিছুই করার থাকে না। এভাবেই সাইবার জালিয়াতি এবং অন্যভাবে ব্যাঙ্ক জালিয়াতি করা হয়। এবার এসব থেকে শহরবাসীকে মুক্তি দিতে টিভি চ্যানেলের ধাঁচে ‘টক–শো’র আয়োজন করছে লালবাজার। লালবাজারের গোয়েন্দা কর্তা এবং অফিসারদের টক–শো’য় উঠে আসবে জালিয়াতি রোখার সচেতনতা।
বিষয়টি ঠিক কী হতে চলেছে? পুলিশ সূত্রে খবর, এখন নিত্যনতুন সাইবার ও ব্যাঙ্ক জালিয়াতি শুরু হয়েছে। সব ফাঁদ সবাই জানেন না। তাই পা দিয়ে ফেলে সর্বসান্ত হন। আবার জালিয়াতদের মধ্যে এসেছে ঝাড়খণ্ডের জামতাড়া, রাজস্থানের ভরতপুর এবং নাইজেরিয়রা। তারা ব্যাঙ্কের তথ্য হাতিয়ে টাকা লোপাট করে। মেল বা হোয়াটসঅ্যাপ করে লিঙ্ক পাঠিয়ে জালিয়াতি করে। সম্প্রতি লালবাজার তদন্তে নেমে এমন অনেককে গ্রেফতার করেছে। তাদের জেরা করে বেরিয়ে এসেছে অভিনব জালিয়াতির ফর্মুলা। তাই নাগরিকদের সচেতন করতে চান পুলিশ কর্তারা।
আর কী জানা যাচ্ছে? এই জালিয়াতি নিয়ে সচেতন করতে আগে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়েছে লালবাজার। নানা অভিনব প্রচার করেছে ফেসবুক, টুইটারে। কিন্তু তারপরও জালিয়াতি চলেই যাচ্ছে। আর অভিযোগের পাহাড় তৈরি হচ্ছে থানায়। এই কারণেই অভিনব পদ্ধতিতে নতুন পরিকল্পনা করেছেন লালবাজারের পুলিশকর্তারা। সেই বিষয়ে সচেতন করতেই টক–শো’র আয়োজন করা হচ্ছে। কেমন করে সাইবার ও ব্যাঙ্ক জালিয়াতি হচ্ছে? নিত্যনতুন উপায় কী? সেসব সাধারণ মানুষকে জানাতে লালবাজারের কর্তারা আলোচনাসভার আয়োজন করছে।
কেমন পদ্ধতিতে হবে টক–শো? লালবাজার সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হবে টক–শো। সঞ্চালক হবেন কলকাতা পুলিশের কর্তারাই। সেখানে থাকবেন পাঁচজন পুলিশ অফিসার। সঞ্চালক তাঁদের কাছ থেকে বিভিন্ন সমস্যা ও তার সমাধানের রাস্তা জেনে নেবেন। তারপর মানুষকে সেগুলি বুঝিয়ে সচেতন করবেন। আগামী সপ্তাহ থেকেই ফেসবুক লাইভে এই টক–শো সম্প্রচার করা হবে। এখন সেখানে কেমন পরামর্শ থাকে সেটাই দেখার।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup