
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল ১২ জনের। সেই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল বেআইনি নির্মাণ কতটা বিপজ্জনক হতে পারে। তারপরেই শহরে বেআইনি নির্মাণ রুখতে নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই বেআইনি নির্মাণ বন্ধ করতে পুরসভা এবং কলকাতা পুলিশ একাধিক পদক্ষেপ করেছে। আর এবার বেআইনি নির্মাণ নিয়ন্ত্রণে আনতে ‘গার্ড’ প্রথা ফিরিয়ে আনতে চলেছে কলকাতা পুরসভা।
আরও পড়ুন: শহরে কোথায় কতগুলি বহুতল আছে, অনলাইন ডাটাবেস তৈরি করছে লালবাজার
এই গার্ডের কাজ হল নির্মাণ কাজের উপর নজরদারি চালানো। কেউ বাড়ি তৈরির জন্য প্ল্যানের অনুমোদন করালে সে ক্ষেত্রে গার্ড সেই নির্মাণ খতিয়ে দেখবেন। ওই বাড়িতে কোনও বেআইনি নির্মাণ হচ্ছে কিনা সেবিষয়টির উপর লক্ষ্য রাখবেন গার্ড। শুধু তাই নয়, গার্ড রাখার যে খরচ তা সংশ্লিষ্ট বাড়ির মালিক বা নির্মাতাকে দিতে হবে। বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই গার্ড নিয়োগ করা হবে। এরকম ভাবে নিয়মিত নজরদারি চালানোর ফলে বেআইনি নির্মাণ বন্ধ করা সম্ভব বলে মনে করছেন আধিকারিকরা।
প্রসঙ্গত, বাম আমলে কলকাতা পুরসভায় এই প্রথা কার্যকর ছিল। এ বিষয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগে যারা গার্ড ছিলেন তারা সকলে অবসর নিয়েছেন। তাই বেআইনি নির্মাণের উপর নজর রাখার জন্য বেসরকারি সংস্থার উদ্যোগে গার্ড রাখা হবে। তারা এই সমস্ত বেআইনি নির্মাণের উপর নজরদারি চালাবেন। বাড়ির মালিক বা নির্মাতার কাছ থেকে যে খরচ নেওয়া হবে সেটা ট্যাক্সের সঙ্গে কেটে নেওয়া হবে। পুরসভা সেই সংস্থাকে টাকা মিটিয়ে দেবে।
এর পাশাপাশি সম্প্রতি কলকাতা পুরসভা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের সব ওয়ার্ডে ঘুরে অনুমোদিত এবং বেআইনি নির্মাণের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে। এক্ষেত্রেও গার্ড নিয়োগ করতে চায়ছে কলকাতা পুরসভা সূত্রে।
মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কীভাবে এই বিষয়টি কার্যকর করা যায় তা নিয়ে আইনজীবীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির প্রস্তাবের ভিত্তিতে পুরসভার আইন বিভাগে পাঠানো হবে। এরপরে তা রাজ্য সরকারের কাছে যাবে। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর সেক্ষেত্রে আইন কার্যকর করা হবে। সাধারণত বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়তে হয় পুরসভার কর্মীরা। সে ক্ষেত্রে সেক্ষেত্রে কলকাতা পুলিশের ডেমোনেশন স্কোয়াড পুরকর্মীদের সঙ্গে গিয়ে বাড়ি ভেঙে দেয়। কলকাতা পুরসভার হিসেবে অনুযায়ী, গত দেড় বছর ধরে এই স্কোয়াড ব্যবহার করে ৮০০ টির বেশি বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports