এদিনের শুনানিতে নিয়োগের উপর এক সপ্তাহের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। পরবর্তী সোমবার এই মামলার শুনানি হবে আবার। আদালতের এই রায়ে দমকলের দেড় হাজার শূন্যপদে নিয়োগ আপাতত হচ্ছে না। এমনকী পরবর্তী ক্ষেত্রে মামলাকারীদের অভিযোগ যদি সত্য প্রমাণিত না হয় তাহলে চাপ বাড়বে।
Ad
কলকাতা হাইকোর্ট।
এসএসসি’র পর এবার দমকলে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠল। দমকল বিভাগে নিয়োগের ক্ষেত্রে উঠল বেনিয়মের অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতে দমকল বিভাগের দেড় হাজার পদে নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আজ, সোমবার এই নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে।
ঠিক কী অভিযোগ উঠেছে? কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, চার বছর আগে ২০১৮ সালে অগ্নিনির্বাপণ বিভাগে দেড় হাজার ফায়ার অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। রাজ্য সরকার এই বিজ্ঞপ্তি জারি করে। তারপর ২০১৯ সালে লিখিত পরীক্ষা হয়। ফলপ্রকাশ হতেই সমস্যা দেখা দেয়। অভিযোগ, পরীক্ষায় প্রশ্ন ভুল ছিল। স্পোর্টস কোটা বা অগ্নিনির্বাপনের প্রশিক্ষণের শংসাপত্র থাকলে যে সংরক্ষণ মেলে তা দেওয়া হচ্ছিল না। সাধারণ চাকরিপ্রার্থীকে তফসিলি কোটায় চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ঠিক কী জানিয়েছে কলকাতা হাইকোর্ট? এদিনের শুনানিতে নিয়োগের উপর এক সপ্তাহের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। পরবর্তী সোমবার এই মামলার শুনানি হবে আবার। আদালতের এই রায়ে দমকলের দেড় হাজার শূন্যপদে নিয়োগ আপাতত হচ্ছে না। এমনকী পরবর্তী ক্ষেত্রে মামলাকারীদের অভিযোগ যদি সত্য প্রমাণিত না হয় তাহলে চাপ বাড়বে।