কলকাতায় হকাররাজ রুখতে ব্যবস্থা নিয়েছে পুরসভা। ইতিমধ্যেই শহরের বেশ কয়েকটি জায়গায় তৈরি হয়েছে টাউন ভেন্ডিং কমিটি। কিন্তু, কলকাতা পুরসভার কাছে নিউ মার্কেটে চরম অব্যবস্থা ধরা পড়েছে। অভিযোগ উঠেছে, সেখানে ফুটপাথ-রাস্তা দখল করে নিয়েছেন হকাররা। এই পরিস্থিতিতে গড়িয়াহাট, হাতিবাগানের আদলে নিউ মার্কেটে স্টল স্থাপন করার পরিকল্পনা করছে কলকাতা পুরসভা। শুক্রবার এমনটা জানিয়েছেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
ইতিমধ্যেই নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি মেয়র ফিরহাদ হাকিম এবং পৌর কমিশনার বিনোদ কুমারকে চিঠি দিয়েছে। তারা অভিযোগ করেছেন, নিউ মার্কেটের হকাররা আইনের তোয়াক্কা না করে ফুটপাথ, রাস্তা দখল করে ব্যবসা করছেন। শুধু তাই নয় নিউ মার্কেট বাজারের গেটও হকারদের দখলে চলে গিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, নিউ মার্কেট চত্বরে ৩০০০ হকার থাকার কথা থাকলেও সেখানে বর্তমানে প্রায় চার হাজার হকার রয়েছে। হগ মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশনও অভিযোগ করেছে, নিউ মার্কেটে ফুটপাথে এবং রাস্তায় হাঁটার কার্যত জায়গা নেই। সবটাই হকাররা দখল করে নিয়েছে। টাউন ভেন্ডিং কমিটির নিয়ম অনুযায়ী ব্ল্যাক টপ বা পিচ রাস্তার উপর হকাররা ব্যবসা করতে পারবেন না। কিন্তু নিউমার্কেটে নিয়ম মানে হচ্ছে না বলে অভিযোগ। কার্যত প্লাস্টিকের ছাউনিতে ভরে গিয়েছে নিউ মার্কেট চত্বর। এর ফলে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন সেখানকার ব্যবসায়ীরা।