মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন কলকাতার গঙ্গার ঘাটে বারাণসীর ধাঁচে গঙ্গা আরতি হোক। সেই মতো জায়গা খোঁজা হয়েছে। অন্যান্য জেলায় ইতিমধ্যেই গঙ্গা আরতি শুরু হয়েছে। কিন্তু শহরের গঙ্গা আরতি আরও জাঁকজমকপূর্ণ হোক সেটাই চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সবটাই নিয়ম মেনে হোক চান তিনি। তাই বাজেকদমতলা ঘাটে গঙ্গা আরতি শুরু করার আগে বারাণসী যাচ্ছেন মেয়র পারিষদ–সহ, পুর কমিশনার এবং পুরসভার অফিসাররা। বারাণসী ও কলকাতা একরকম দেখতে যাতে লাগে তাই এই পদক্ষেপ।
বাজেকদমতলা গঙ্গার ঘাটে আরতি কেমন হবে? কলকাতা পুরসভা সূত্রে খবর, এই আরতি করতে একটি স্কেচ তৈরি করেছেন অভিষেক সিং। সেই নকশা মেনেই তৈরি হচ্ছে গঙ্গা আরতির প্রস্তুতি। সেখানে ১৬টি ইস্পাতের বেদি রাখা থাকবে ঘাটে। যার উপর দাঁড়িয়ে হাতে ১০৮টি করে প্রদীপ তুলে নেবেন পুরোহিতরা। সঙ্গে থাকবে গাঁদা ফুল সাজানো পথ। তবে এই আরতি দেখার জন্য বসার ব্যবস্থা থাকছে। স্কেচে রাখা হয়েছে, গঙ্গায় বিশেষ নৌকার ব্যবস্থা। নৌকাবিহার করেও আরতি দেখা যাবে। তবে যা আধুনিক মানের আলোর ব্যবস্থা করা হচ্ছে তা বারাণসীতেও নেই।
আর কী থাকবে সেখানে? জানা গিয়েছে, বেশ কয়েকটা স্টলও থাকবে। সেখানে ঠাকুরের ফুল, মালা, ধূপকাঠি, কেনার ব্যবস্থা থাকবে। এই বিষয়ে মেয়র পারিষদ তারক সিং বলেন, ‘বারাণসী গিয়ে প্রাথমিক নকশা করা হয়েছে। নকশা অনুযায়ী এগোচ্ছে কাজ। দ্বিতীয়বার বারাণসী গিয়ে সরেজমিনে দেখা হবে আরতির বিষয়টি।’