সন্দেশখালির পথে পুলিশ আধিকারিককে ‘খালিস্তানি’ বলার অভিযোগ খণ্ডন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার তিনি দাবি করেন, ওই ভিডিয়োয় তাঁর কণ্ঠস্বর এডিট করে বসানো হয়েছে। বুধবারের এই ঘটনার পর থেকে বিজেপির রাজ্য সদর দফতরের সামনে বিক্ষোভে বসেছেন শিখ সম্প্রদায়ের মানুষদের একাংশ। শুভেন্দুর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন তাঁরা।
গত বুধবার সন্দেশখালি যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে আটকান রাজ্য পুলিশের স্পেশ্যাল সুপারিনটেন্ডেন্ট (গোয়েন্দা) যশপ্রীত সিং। অভিযোগ ওঠে তখন বচসার সময় ওই শিখ পুলিশ আধিকারিককে খালিস্তানি বলেন শুভেন্দুবাবু। তার কড়া প্রতিবাদ করেন যশপ্রীত। এর পর রাজ্য পুলিশের তরফে এক সাংবাদিক বৈঠক করে এব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার। পরদিন শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রতিবাদে কলকাতায় বিজেপির রাজ্য দফতরের সামনে অবস্থানে বসেন শিখ সম্প্রদায়ের সদস্যরা। যশপ্রীত সংবাদমাধ্যমের সামনে দাবি করেন তাঁকে খালিস্তানি বলেছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তাতে কে যে খালিস্তানি বলেছে তা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। এর পর খালিস্তানি বলায় অজ্ঞাতপরিচয়দের নামে FIR করে পুলিশ।
আরও পড়ুন: মেট্রোর কাজ- ট্রায়ালের পরে চিংড়িঘাটায় ৭৫ দিনের ‘ব্লক’, এখন কোন পথে যাবে গাড়ি?
সেই ঘটনায় শনিবার শুভেন্দুবাবু বলেন, ‘এই ভিডিয়ো ফেক। ছবির ওপর কণ্ঠস্বর এডিট করে বসানো হয়েছে। ওরা যদি প্রমাণ করতে পারেন আমি ওই অফিসারকে আপত্তিকর কিছু বলেছি তাহলে মেনে নেব। আমি বা আমার দলের কেউ এরকম কোনও শব্দ বলেননি।’
খালিস্তানি বিতর্ক নিয়ে সক্রিয় হন রাজ্যপালও। এক বার্তায় তিনি জানান, ধর্মীয় বিশ্বাসে আঘাত দেয় এমন কিছু বলা উচিত নয়। বাংলা শিখ ভাই – বোনেদের পাশে আছে।