1 মিনিটে পড়ুন Updated: 04 Mar 2024, 11:32 PM ISTChiranjib Paul
এ দিন আদালত সিবিআই-এর কাছে জানতে চায় এসএসসি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সিবিআই-এর চার্জশিট তৈরি হয়েছে কিনা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানায় কিছু ক্ষেত্রে রাজ্যের অনুমতি প্রয়োজন।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী
মঙ্গলবার পদত্যাগ করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনীতিতে যোগ দিচ্ছেন বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন বিচারপতি। কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে এসএসসি-র নিয়োগ দুর্নীতির মামলা চলাকালীন সেই প্রসঙ্গ তুললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে তিনি আদালতে বললেন, 'আরও দু'জন বিচারপতি আছেন, তাঁরাও যাবেন আসন খুঁজছেন।'
এ দিন আদালত সিবিআই-এর কাছে জানতে চায় এসএসসি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সিবিআই-এর চার্জশিট তৈরি হয়েছে কিনা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানায় কিছু ক্ষেত্রে রাজ্যের অনুমতি প্রয়োজন। ২০২২ সালে অনুরোধ করেছিল সিবিআই। কিন্তু এখনও অনুমতি মেলেনি।
আদালত রাজ্যকে বলে অবস্থান স্পষ্ট করতে। রাজ্য বলে সমস্ত নথি দেখতে সময় লাগে। আদালত জানতে চায়, কত বছর, এক বছর, দুবছর। এই সময় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টানেন। তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে করা সমস্ত মামলা খারিজ করতে বলেন।
তিনি আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ করে বলতে থাকেন, 'সব রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে। সময় এলে তোমার ও তোমার বিচারপতি খাপ খুলব।' এর পর তিনি বিচারপতির উদ্দেশে বলেন, 'আদালতের মর্যাদা আমরা নষ্ট করিনি। আপনার সহকর্মী করেছেন। আমি এক বছর ধরে বলে আসছি। আপনারা আটকাতে পারেননি। তিনি সাক্ষাৎকার দিয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই, ইডি সবাই মিলে আদালতের মর্যাদা নষ্ট করেছেন।'
নাম না করে কল্যাণ বলতে থাকেন, 'একক বেঞ্চের বিচারপতি (অভিজিৎ গঙ্গোপাধ্যায়) রবিবার সাক্ষাৎকার দিয়েছেন। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব । রাজনৈতিক উদ্দেশ নিয়েই এসব নির্দেশ দিয়েছেন। এই সব মামলার শুনানি করে তিনি রাজনৈতিক ক্যারিয়ার গড়ে ফেললেন। আরও দু’জন বিচারপতি আছেন, তাঁরাও যাবেন, আসন খুঁজছেন।'
প্রসঙ্গত, বিচারপতি গঙ্গোপাধ্যায় রবিবার জানান, মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি মঙ্গলবার পদত্যাগ করবেন। সেই মতো সোমবার তিনি শেষবার এজলাসে যাবেন। সেই মতো তিনি এজলাসে এসেছিলেন সোমবার। আগামিকাল তাঁর পদত্যাগপত্র দেওয়ার কথা। রাজনীতিতে নামবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার ইঙ্গিত দিয়েছেন।
এর আগে রবিবার হুগলির কোন্নগরে একটি জনসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদে বসে ক্ষমতার অপব্যবহার করেছেন। যেখানে দাঁড়াবে সেখানে হারাব। আসুক রাজনীতির ময়দানে।' এদিন এজলাসে বিচারপতি প্রসঙ্গ তুললেন কল্যাণ।