এক বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৭ লক্ষ টাকা সাফ করে দেওয়া হল বলে অভিযোগ উঠেছে। আর এই কাজ করার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে ওই ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজারকে। আর তাতেই জোর শোরগোল পড়ে গিয়েছে। কেন ব্যাঙ্কের কর্তা গ্রেফতার? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বহুদিন লেনদেন হয়নি। সেটা নজরে পড়ে ওই ব্যাঙ্ক কর্তার। তখনই সেখান থেকে টাকা হাপিস করার ছক কষা হয় বলে অভিযোগ। আর সেটাই সামনে চলে আসায় বুধবার অভিযুক্ত ডেপুটি ম্যানেজার সুমন সিংকে গ্রেফতার করল দক্ষিণ কলকাতার যাদবপুর থানার পুলিশ অফিসাররা।
এদিকে মানুষ নিজের সঞ্চয় ব্যাঙ্কে রাখাকেই আজও নিরাপদ বলে মনে করেন। অথচ মানুষের টাকাই ব্যাঙ্ক কর্তা হাতিয়ে নেবেন এটা কল্পনার অতীত ছিল। সেখানে স্টেট ব্যাঙ্কের যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখায় এক বৃদ্ধার সই রীতিমতো নকল করে তাঁর অ্যাকাউন্ট থেকে ১৭ লক্ষ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। আর এই গোটা টাকা সরানোর চক্রান্তে ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার সুমন কুমার সিং জড়িত প্রকাশ্যে আসায় ব্যাঙ্কে টাকা রাখা কতটা নিরাপদ তা নিয়ে চর্চা শুরু হয়েছে। গত ২৩ জানুয়ারি সন্তরণী ঘোষ নামে ৮২ বছরের বৃদ্ধা পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর সই নকল করে অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে ১৭ লক্ষ টাকা। থানায় লিখিত অভিযোগ দায়ের করে তিনি জানান, এই কাজ করা হয়েছে তাঁর বিনা অনুমতিতে।
আরও পড়ুন: আবার পিছিয়ে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ, গরহাজির আদালতে