আগে রাজ্যের ৪টি ধর্ষণ কাণ্ডের ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিল তাঁকে। এবার নামখানা ধর্ষণকাণ্ডের ঘটনার তদন্তভার দেওয়া হল আইপিএস অফিসার দময়ন্তী সেনকে। সেই সঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, দময়ন্তী যদি ধর্ষণ কাণ্ডের ঘটনার তদন্তভার না নেন, তাহলে তা সিবিআইকে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করা হবে।
গত ১২ এপ্রিল কলকাতা হাই কোর্ট দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার ও বাঁশদ্রোনি ধর্ষণকাণ্ডের তদন্তভার দিয়েছিল দময়ন্তী সেনকে। এরপর আরও একটি ধর্ষণকাণ্ডের তদন্তভার হাতে পেলেন এই আইপিএস অফিসার। ঠিক কী ঘটেছিল এই নামথানায়? জানা যায়, গত ৮ এপ্রিল রাতে নামখানায় এক গৃহবধূ রাতে বাড়ি থেকে বেরিয়ে শৌচালয়ে যাওয়ার পথে ৪ দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন। ওই গৃহবধূকে ধর্ষণ করে তাঁর গায়ে কেরোসিন ঢেলে মারার চেষ্টাও করা হয়। কিন্তু বাড়ির লোকেরা টের পেয়ে যান। ফলে প্রাণে বেঁচে যান ওই মহিলা। নির্যাতিতা এখন হাসপাতালে চিকিৎসাধীন। নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ, যারা রাতে ওই মহিলাকে ধর্ষণ করে, তাঁরা শাসক দলের লোকজন। ইতিমধ্যে এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।