
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বারাণসী থেকে ফেরার সময় মুখ্যমন্ত্রীর তথাকথিত বিমান বিভ্রাটের প্রতিবাদে মঙ্গলবার দমদম বিমানবন্দরে বিক্ষোভ দেখাল তৃণমূল। তাঁদের দাবি, বারবার কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানেই এই ধরণের বিভ্রাট হচ্ছে তা তদন্ত করে দেখতে হবে।
গত ৪ মার্চ রাতে রাজ্য সরকারের ভাড়া করা বিশেষ বিমানে বারাণসী থেকে কলকাতায় ফেরেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় অবতরণের পর তিনি অভিযোগ করেন, মাঝ আকাশে তাঁর বিমান হঠাৎ বেশ খানিকটা নেমে যায়। যার ফলে তাঁর কোমরে চোট লেগেছে। এর পিছনে চক্রান্ত থাকতে পারে বলে দাবি করা হয় তৃণমূলের তরফে। এমনকী এই নিয়ে অসামরিক বিমান পরিবহণ নিয়ামক ডিজিসিএর কাছে রিপোর্ট তলব করেছে রাজ্য সরকার।
মঙ্গলবার দমদম বিমানবন্দরে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার দফতরের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল সমর্থিত বিভিন্ন ট্রেড ইউনিয়ন। বিক্ষোভে নেতৃত্ব দেন স্থানীয় সাংসদ সৌগত রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর বিমানে যা হয়েছে তাতে পাইলট বা এটিসি কারও একটা গাফিলতি হয়েছে। কার গাফিলতিতে এই ঘটনা ঘটেছে তার আমরা তদন্ত চাই।
বলে রাখি, রাজ্যের ভিভিআইপিদের যাতায়াতের জন্য একটি দাসঁ ফ্যালকন ২০০০ বিমান ভাড়া নিয়েছে রাজ্য সরকার। ১০ আসনের এই ছোট বিমানের উড়ানের সময় আবহাওয়া পরিবর্তনজনিত ঝটকা বড় বিমানের থেকে বেশি অনুভূত হয়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports