করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। বাড়ি থেকে অনেকেই বেরোতে ভয় পাচ্ছেন। আবার সরকারি অফিসেও এখন কর্মী সংখ্যা কমিয়ে আনা হয়েছে। এই পরিস্থিতিতে নাগরিকদের জন্য একাধিক অনলাইন পরিষেবা চালু করল কলকাতা পুরসভা। নির্মাণ নকশার অনুমোদন থেকে কমপ্লিশন সার্টিফিকেট, নিকাশি সংযোগ, জন্মের শংসাপত্র এমনকী ট্রেড লাইসেন্স পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এই কথা জানালেন প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।তার জন্য চালু হল ‘টক টু কেএমসি’। ফোনে নাগরিকদের পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা শোনেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘পুরসভা আগেই সম্পত্তিকর–সহ নানা ফি নেওয়ার ব্যবস্থা অনলাইনে চালু করেছিল। এবার করোনা পরিস্থিতিতে নির্মাণ নকশার অনুমোদন বা কমপ্লিশন সার্টিফিকেট পেতেও অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করুন।’এখন ট্রেড লাইসেন্স পাওয়ার গোটা প্রক্রিয়াটাই অনলাইনে হবে। জন্মের শংসাপত্রের আবেদন অনলাইনে করা যাবে। বাড়ি বাড়ি জলের সংযোগ, জলের ট্যাঙ্ক বসানোর জন্য শীঘ্রই অনলাইনে আবেদন জানানো যাবে বলে জানান ফিরহাদ হাকিম। তাঁর কথায়, ‘এই ব্যবস্থা চালু হয়ে গেলে করোনাকালে মানুষ ঘরে বসেই আবেদন করতে পারবেন। আর দালালের খপ্পরেও পড়তে হবে না।’করোনায় আক্রান্তদের জন্য পুরসভার আধিকারিক, চিকিৎসক অমিতাভ চক্রবর্তীকে (৯৮৩১০৩৬৫৭২) ফোন করার কথা জানান তিনি। পুরসভার গাড়ি সংশ্লিষ্ট আবাসনে গিয়ে র্যাপিড পরীক্ষা করে আসবে। এমনকী রোগীদের চিহ্নিত করে চিকিৎসার ব্যবস্থাও দ্রুত করা যাবে বলে মন তাঁর। ফিরহাদ জানান, শহরে আরও সেফ হোম তৈরি করা হচ্ছে। ইসলামিয়া হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে চালু করা হবে। ১০০ শয্যার ওই হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা মিলবে।