এবার জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে পালটা ফুঁসে উঠলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বলা ভালো রীতিমতো চ্য়ালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।
জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকে নিশানা করে কিছু মন্তব্য করেছিলেন মহুয়া। এরপরই এনিয়ে তুমুল বিতর্ক দানা বাঁধে।
উত্তরপ্রদেশের হাথরসে গিয়েছিলেন রেখা শর্মা। সেখানকার একটি ভিডিয়ো সামনে আনা হয়েছিল। সেখানেই নানা মন্তব্য করেছিলেন মহুয়া। সেই ভিডিয়োতে দেখা গিয়েছিল রেখা শর্মা হাঁটছেন। আর অপরজন তাঁর মাথায় ছাতা ধরে রয়েছেন। মহুয়া মৈত্র তাঁর মন্তব্যে এনিয়ে এমন মন্তব্য করেছিলেন যা জাতীয় মহিলা কমিশনের শোভন বলে মনে হয়নি। এরপরই জাতীয় মহিলা কমিশন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তৎপর হয়েছিল।
এরপর মহুয়ার বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলাও হয়। এমনকী এটাও বলা হয় যে মহুয়া মৈত্রর বিরুদ্ধে একটা এফআইআর নথিভুক্ত করা দরকার ও ৩ দিনের মধ্য়ে কমিশনকে একটি বিশদ রিপোর্ট জানানো দরকার।
এরপরই ফুঁসে উঠলেন মহুয়া মৈত্র। তিনি লিখেছেন, আসুন দিল্লি পুলিশ এই সুয়োমোটো অর্ডারের পরিপ্রেক্ষিতে অবিলম্বে ব্যবস্থা নিন। যদি তাড়াতাড়ি গ্রেফতার করতে চান তবে আমি বলছি আগামী তিনদিন নদিয়ায় আমি আছি। আমি আমার মাথায় ছাতা নিজেই ধরতে পারি।