আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিগ্রহের ঘটনা বিস্তারে জানতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার দুপুর ১টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলেছেন রাজ্যপাল। এদিন ঘটনা নিয়ে টুইটারে উদ্বেগ প্রকাশ করেন তিনি।এদিন রাজ্যপাল লেখেন, এই ধরণের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। আইন ভঙ্গকারীরা কোনও ভয় ছাড়াই এইসব কাণ্ড ঘটাচ্ছে। আর আইন যারা মানেন তাঁরা আতঙ্কিত হচ্ছেন।রাজ্যপাল জানিয়েছেন, আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিগ্রহের ভিডিয়োতে তিনি উদ্বিগ্ন। এব্যাপারে বিস্তারে জানতে সোমবার মুখ্য সচিবকে রাজভবনে হাজিরা দিতে বলেন তিনি।শনিবার ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতরে ঢুকে তাণ্ডব চালাচ্ছে কিছু দুষ্কৃতী। তাদের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র গিয়াসউদ্দিন মণ্ডল। উপাচার্যকে চড় কষানোর হুমকি দিচ্ছে সে। উপাচার্য মহম্মদ আলির অভিযোগ, থানার আইসিকে ফোন করলেও তাঁর নিরাপত্তায় কোনও পুলিশ আসেনি। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে রাজ্যজুড়ে। চাপের মুখে ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর রবিবার অভিযুক্ত গিয়াসউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।