মধ্যমগ্রামে প্রৌঢ়াকে খুন করে দেহ লোপাটের ঘটনায় পুলিশের তলবে হাজিরা দিলেন অভিযুক্ত ফাল্গুনী ঘোষের শ্বশুরমশাই সুবল ঘোষ। সোমবার মধ্যমগ্রাম থানায় গিয়ে তদন্তকারী আধিকারিকের সঙ্গে কথা বলেন তিনি। এর পর সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি। আক্ষেপ করে বলেন, আমার সব থেকে বড় ভুল ছিল ওর সঙ্গে ছেলের বিয়ে দেওয়া। এমনকী ফাল্গুনীর বাবার মৃত্যু নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
আরও পড়ুন - ‘ওদের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলব’, শুভেন্দুর মন্তব্যে বিতর্ক
পড়তে থাকুন - 'বসিরহাটের হিন্দুদের অবস্থা সিরিয়ার খ্রিস্টানদের মতো'
অসমের জোড়হাটের বাসিন্দা সুবলবাবু সোমবার মধ্যমগ্রাম থানায় হাজিরা দেন। এর পর সাংবাদিকদের তিনি বলেন, মেট্রিমনি ওয়েবসাইট দেখে ছেলের সঙ্গে ফাল্গুনীর বিয়ে দিয়েছিলাম। বিয়ের আগে বলেছিল, বাবা মারা গিয়েছে, ও নিজে প্রাইভেট টিউশনি করে। আর মা ফিজিওথেরাপি করে সংসার চালায়। কিন্তু বিয়ের পর ওর অন্য রূপ দেখতে পাই। জানতে পারি ফাল্গুনী মদ্যপানে আসক্ত। রোজ রাতে ওর মদ চাই। একবার দুর্গাপুজোর সময় ও মদ্যপান করে মণ্ডপে পড়ে গিয়েছিল। তার পর বিষয়টি প্রকাশ্যে আসে। তার আগে পারিবারিক সম্মানের কথা ভেবে ছেলে এসব আমাদের জানায়নি।
আরও পড়ুন - নারায়ণগড় TMC পার্টি অফিসে ‘ধর্ষণ’,মহিলাকে উদ্ধারকারী যুবককেই গ্রেফতার করল পুলিশ