
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক রাজনীতির তাস খেলছেন বলে অভিযোগ। কদিন আগে নিজেকে হিন্দুদের বিধায়ক বলে প্রকাশ্যে দাবি করেছিলেন। আর নিয়ে রাজ্য–রাজনীতিতে ঝড় বয়ে যায়। এবার সরাসরি তৃণমূল কংগ্রেসের টিকিটে ২০২৬ সালে মুসলিম বিধায়ক যাঁরা জিতবেন তাঁদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলা হবে বলে মন্তব্য করলেন। এমনকী বিজেপি জিতে বাংলায় ক্ষমতায় আসবে বলেও দাবি করলেন। এই মন্তব্যের জেরে এখন তুমুল চর্চা শুরু হয়েছে বঙ্গে।
শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে অনেকেরই প্রশ্ন, মুসলিমরা কি মানুষ নন? তাহলে তাঁদের প্রতি এমন বিদ্বেষ–হিংসামূলক আচরণ কেন? বিজেপির বিরুদ্ধে বারবার ধর্মীয় রাজনীতির অভিযোগ উঠেছে আগেও। ধর্মীয় মেরুকরণ করেই তাদের জয় এসেছে নানা জায়গায় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তবে এবার নিজের গড়ের বিধায়কই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তারপরই এমন মন্তব্য মেজাজ হারানোর সামিল বলে মনে করা হচ্ছে। এখন দেশের ক্ষমতাসীন বিজেপি সরকার সংখ্যালঘু বিরোধী বলে অভিযোগে করে থাকেন বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস–সহ বহু অবিজেপি রাজনৈতিক দল। আজ, মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘ওদের দলে (তৃণমূল কংগ্রেস) যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলে দেবো।’
আরও পড়ুন: পার্ক সার্কাসে লরি পিষে দিতেই মৃত্যু মোটরবাইক চালকের, আবার শহরে পথ দুর্ঘটনার বলি
আজ, মঙ্গলবারও বিধানসভায় সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ তুলে মুলতুবি প্রস্তাব আনে প্রধান বিরোধী দল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে চান আলোচনা। কিন্তু এটা ‘অপ্রাসঙ্গিক’ বলে পাল্টা যুক্তি দিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় খারিজ করে দেন। তাতেই তেলে–বেগুনে জ্বলে ওঠেন বিজেপি বিধায়করা। অধিবেশন কক্ষেই তখন পোস্টার, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। বিধানসভা অধিবেশনের বুলেটিনের কাগজ ছিঁড়ে ছুঁড়তে থাকেন। স্পিকার জানান, এবার থেকে বিজেপি বিধায়কদের কোনও কাগজ দেওয়া হবে না। এই কথা শুনে ওয়াকআউট করে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। রাজ্য সরকারের নিন্দায় মুখর হতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।
এই বিক্ষোভ দেখানোর সময়ই শুভেন্দু অধিকারীর মুখে শোনা যায় বিতর্কিত মন্তব্য। আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পশ্চিম থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে সোচ্চার হন। আর হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বললেন, ‘ওঁদের তো হারাবই। আর বিজেপি ক্ষমতায় আসবে। তখন ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো।’ আগামী ১৯ মার্চ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বারুইপুর পশ্চিমে সভা করবেন শুভেন্দু অধিকারী। এই হুঁশিয়ারি নিয়ে স্পিকারের কথায়, ‘আসুন, স্বাগত। আমি নিজে মঞ্চ বেঁধে মাইকের ব্যবস্থা করে দেবো।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports