ধাবামালিক গেস্ট হাউস কিনতে মনস্থির করলে প্রোমোটারের অফিসে মনজিত–সহ সবাইকে ডাকেন সেই রহস্যময়ী। গেস্ট হাউসের মালিক ১২ কোটি টাকা দাম চান। তখন প্রভাবশালীদের নাম করে চাপ দিয়ে তাঁকে ৯ কোটিতে রাজি করানো হয় বলে অভিযোগ। বিনিময়ে মোটা টাকা কমিশন পান ওই রহস্যময়ী নারী। যার খোঁজ করছেন ইডি’র অফিসাররা।
Ad
কোটি টাকা উদ্ধার
বালিগঞ্জ কাণ্ডে রাজ্যের প্রভাবশালী এক মহিলাকে খুঁজছে ইডি। এই কোটি টাকার পিছনে এক রহস্যময়ী নারী আছে বলে তথ্য পেয়েছে পুলিশ। যিনি আমলা মহলে বেশ ঘনিষ্ঠ। এই রহস্যময়ী নারীর খোঁজ পেলেই কোটি টাকা উদ্ধারের তদন্ত অনেকটা এগিয়ে যাবে বলে মনে করছেন ইডি’র অফিসাররা। তদন্তকারীদের দাবি, শরৎ বোস রোডের গেস্ট হাউস বিক্রির ‘ডিল’ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওই মহিলার। এমনকী একাধিক অসাধু লোকের কালো টাকা সাদা করতে তিনি সাহায্য করেছেন। কিন্তু তাঁর পরিচয় এখনও রহস্যাবৃত। ওই মহিলাকে এখন হন্যে হয়ে খুঁজছেন ইডির দুঁদে অফিসাররা বলে সূত্রের খবর।
ঠিক কী তথ্য পেয়েছে ইডি? ইডি সূত্রে খবর, রাজ্যের এক মন্ত্রীর বেআইনি আয়ের টাকা দেখে রাখতেন রিয়েল এস্টেট সংস্থার মালিক বিক্রম শাকারিয়া। ওই গেস্ট হাউস মালিকের সঙ্গে মোবাইলে বিভিন্ন ব্যক্তির কথোপকথনের সূত্র ধরেই হদিশ মেলে এই রহস্যময়ী নারীর। এই মহিলা বিক্রম শাকারিয়ারও ঘনিষ্ঠ। জমি–বাড়ি কেনাবেচায় মধ্যস্থতা করেন। প্রশাসনের উপরমহলেও তাঁর ভাল যোগাযোগ। সেই যোগাযোগ তিনি ব্যবসার কাজে লাগাতেন। হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ইডি জানতে পেরেছে, গেস্ট হাউসটি বিক্রির বিষয়ে মালিককে বুঝিয়েছিলেন ওই মহিলা। ঘনিষ্ঠ এক প্রোমোটারের সঙ্গে যোগাযোগও করিয়ে দেন।