এই গেমের নামে কোটি কোটি টাকার জালিয়াতি করা হয়েছে। এই মামলায় জমা পড়েছে চার্জশিট। ‘ই–নাগেটস’ নামে একটি গেমের নামে জালিয়াতি করা হচ্ছিল। ব্যাঙ্কশাল কোর্টে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশ। চার্জশিটে আমির খানের নাম মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। মোট ১৭৩৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।
ইডি অফিসাররা হানা দিল শহরে।
বুধবার সাতসকালে ইডি অফিসাররা হানা দিল শহরে। ৬ই, কেয়াতলা রোডের বাড়িতে হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। সূত্রের খবর, ই–নাগেটস গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে এই তল্লাশি চালানো হচ্ছে। আজ, বুধবার সকাল ৮টা নাগাদ চারজন আধিকারিক পৌঁছন এই ঠিকানায়। তবে কেয়াতলা রোডের বাড়ির পাশাপাশি শহরের আরও কয়েকটি জায়গায় চলছে তল্লাশি। মঙ্গলবারও সাতসকালে ইডি অফিসাররা হানা দিয়েছিলেন শম্ভুনাথ পন্ডিত স্ট্রিটের একটি ছোট্ট টালির বাড়িতে। ইডি সূত্রের খবর, আমির খানের গেমিং অ্যাপ ই–নাগেটস কাণ্ডের তদন্তেই এই হানা। পিজি হাসপাতালের পিছনে এই বাড়িটি অঙ্কিত সাউয়ের বলে খবর।
ইডি সূত্রে খবর, ৬ই কিয়াতলা রোডের বাড়িতে তল্লাশি চালানো হয়। এখানেই বাস করেন অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা পুরসভার বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। আজ, বুধবার তাঁর বাড়িতেই পৌঁছন চারজন গোয়েন্দা আধিকারিক। ই–নাগেটস গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে ওই ব্যক্তির কাছ থেকে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এমনকী সেখানে নথিপত্র খতিয়ে দেখছেন অফিসাররা। আমির খান ও তাঁর শাগরেদরা প্রচুর ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলেন। সেই অ্যাকাউন্টগুলির মাধ্যমে গেমিং অ্যাপের বিপুল কালো টাকা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা হয়েছে। তার সঙ্গে এই ব্যক্তি জড়িত সন্দেহে তল্লাশি।