এই ফ্ল্যাটের মালিক যাদবপুর এলাকার সাউথ সিটিতে থাকেন। স্থানীয় সূত্রে খবর, ফ্ল্যাটে দুর্গন্ধের জেরে তিনি নিয়মিত ধূপকাঠি জ্বালাতেন। সেই ধূপকাঠি থেকে আগুন লেগে থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। কুকুর–বিড়ালদের শব্দে অসুবিধা হতো বলেই এভাবে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ ফ্ল্যাট মালিকের।
অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু ফ্ল্যাটের মধ্যে থাকা বিড়াল ও কুকুর
আবাসনের ভিতরে আগুন লেগে ৮টি বিড়াল ও একটি কুকুরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ৩৫ বি, নাকতলা রোডে একটি ফ্ল্যাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর। ভোররাত ৩টে নাগাদ অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয় ফ্ল্যাটের মধ্যে খাঁচা বন্ধ থাকা ৮টি বিড়াল ও ১টি কুকুরের বলে অভিযোগ। এই ঘটনার পর সেখানে উপস্থিত হয় নেতাজি নগর থানার পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে শুরু হয়েছে তদন্ত। ফ্ল্যাটে আবাসিকদের অভিযোগ, ফ্ল্যাট মালিক অন্য জায়গায় থাকেন। যদিও ফ্ল্যাট মালিক মনে করেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে।
তাহলে কি এটা ষড়যন্ত্র নাকি দুর্ঘটনা? পুলিশ সূত্রে খবর, শনিবার মাঝরাতে নেতাজি নগর থানার ৩৫বি, নাকতলা রোডের একটি চারতলা আবাসনের একতলার বন্ধ ফ্ল্যাটে আগুন লাগে। ওখানে খাঁচাবন্দি অবস্থায় ছিল কয়েকটি বিড়াল–কুকুর। আগুনের লেলিহান শিখায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় পোষ্যরা। আগুন নেভাতে ঘটনাস্থলে যায় টালিগঞ্জের দমকল বাহিনী। আজ, রবিবার ভোর ৫টা নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন। তারপরই ঘটনাটি সামনে আসে। সিল করে দেওয়া হয়েছে ফ্ল্যাটটি। ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দলও।