ঘর ঘর মে জল ঠিক নয়, এটা হল ঘরে ঘরে মদ পৌঁছে দেওয়ার প্রকল্প। রাজ্য সরকারের উদ্যোগে এই প্রকল্প রূপায়ণের জন্য কার্যত আদা জল খেয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন সরকারি আধিকারিকরা। আবগারি দফতর সূত্রে খবর, গত বছর অগস্ট মাসে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছিল। এরপর এনিয়ে নানা বিতর্ক দানা বাঁধে। তবে তারপরেও অবশ্য় উদ্যোগ থেকে পিছু হটেনি সরকার। প্রকল্পের সফল রূপায়ণের জন্য চারটি সংস্থার সঙ্গে কথাবার্তা অনেকটাই পাকা হয়ে যায় সরকারের। গত জানুয়ারিতেই এনিয়ে সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত করে ফেলেছিল সরকার। তবে তারপরেও আরও সংস্থা যাতে অনলাইনে অংশ নেয় সেব্যাপারে নিশ্চিত করতে চাইছে সরকার। তবে এবার এনিয়ে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দফতর। সেখানে দেখা যাচ্ছে নতুন করে এই সংক্রান্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। মদের ই- পরিবেশন নিয়ে এবার স্থানীয় স্তরে পরিকাঠামো মজবুত করতে চাইছে রাজ্য সরকার। কিছুটা স্বাধীনভাবে এলাকাভিত্তিক বিভিন্ন সংস্থাকে এই পরিষেবার সঙ্গে যুক্ত করতে চাইছে সরকার। সেকারণেই যারা এই ধরনের পরিষেবা যথাযথভাবে পালন করতে পারবে তেমন সক্ষম সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে।কার্যত হেলা ফেলা করে নয়, একেবারে পেশাদারিত্বের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাকে এই পরিষেবায় অংশ নেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। মদের ই রিটেল পরিষেবা। অর্ডার করলেই পৌঁছে যাবে হরেক কিসিমের মদ। বর্তমানে কিছু এলাকায় সেই পরিষেবা চালু থাকলেও তা ঠিক সুপরিকল্পিত নয়। তবে এবার স্থানীয়স্তরে একেবারে সবদিক গুছিয়ে আরও সংগঠিতভাবে ময়দানে নামতে চাইছে সরকার। উদ্দেশ্য় একটাই, বাড়ি বাড়ি বিয়ার, রাম, হুইস্কি, দেশি মদ পৌঁছে দেওয়া। ওয়াকিবহাল মহলের মতে, চারটি সংস্থা রাজ্য়ের সর্বত্র মদ পরিবেশন করতে পারবে না এটা আঁচ করেই আরও এলাকাভিত্তিক সংস্থা নিয়োগ করতে চাইছে রাজ্য সরকার।