সেজে উঠেছে শিয়ালদা মেট্রো স্টেশন। যাত্রী পরিবহণের জন্য একেবারে প্রস্তুত। খুব সম্ভবত আগামী মাস থেকে চালু হয়ে যেতে পারে বহু প্রতীক্ষিত শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা। তবে এরজন্য প্রয়োজন রেলওয়ে সেফটি কমিশনের ছাড়পত্র তার জন্য আগামী ১৫ মার্চ শিয়ালদা মেট্রো পরিদর্শনের জন্য আসছেন রেলওয়ে সেফটি কমিশনের আধিকারিকরা। সেই কারণে আগামী ১৫ মার্চ মঙ্গলবার থেকে ১৭ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত দুদিন ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। শনিবার মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী, মেট্রো বা রেল পরিষেবা চালুর ক্ষেত্রে রেলওয়ে সেফটি কমিশনের ছাড়পত্র প্রয়োজন হয়। মেট্রো সূত্রে খবর, রেলওয়ে সেফটি কমিশনের আধিকারিকরা শিয়ালদা মেট্রো স্টেশন থেকে শুরু করে শিয়ালদা মেট্রো লাইন থেকে ফুলবাগান পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন। যাত্রী নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের জন্য কতটা প্রস্তুত রয়েছে শিয়ালদা মেট্রো? সেগুলি খতিয়ে দেখার পাশাপাশি অগ্নিনির্বাপণ থেকে শুরু করে সিগন্যালিং ব্যবস্থা, এসকেলেটর, সিঁড়ি, লিফট সমস্ত কিছুই খতিয়ে দেখবেন সেফটি কমিশনের অধকারিকরা। এরপর রেলওয়ে শক্তি কমিশনের আধিকারিকদের যদি মনে হয় যে শিয়ালদা মেট্রো স্টেশনে কোনও খামতি নেই তবেই সবুজ সঙ্কেত দেবে কমিশন। আর সেফটি কমিশনের কাছ থেকে ছাড়পত্র পেল শিয়ালদা স্টেশন পর্যন্ত মেট্রো চলাচলে কোনও বাধা থাকবে না।গতকালই শিয়ালদা মেট্রো স্টেশনের ছবি এবং ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে, যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে শিয়ালদা মেট্রো। সব কিছু খতিয়ে দেখার পর কমিশন ছাড়পত্র দেবে বলেই আশা মেট্রো কর্তৃপক্ষের ।