কোন চালকরা বেশি নিরাপদ? নতুন বছর পড়ার আগেই দারুন একটা পোস্ট করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। সেখানে লেখা হয়েছে, বিশ্বব্যাপী সমীক্ষা বলছে, মহিলা চালকরা পুরুষদের তুলনায় অনেক বেশি নিরাপদে, নিয়মনিষ্ঠ হয়ে গাড়ি চালান। এবং নিরাপদে চালানো মানে কিন্তু আস্তে চালানো নয়, সমস্ত আইনকানুন মেনে চালানো।
পশ্চিমবঙ্গও ব্যতিক্রম নয়। রাজ্যের পথদুর্ঘটনার পরিসংখ্যানও একই কথা বলছে।
বছরের শেষ দিনে, এবং নতুন বছরেও, ‘Drive Like A Woman’.
লিখেছে ওয়েস্টবেঙ্গল পুলিশ।
এদিকে সেই পোস্টের জবাবে এক নেটিজেন লিখেছেন, আপনাদের গাড়ির চালকও তো সকলেই পুরুষ দেখি। মহিলা চালক নেই। তবে অনেকে আবার এই পোস্টকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন। এক মহিলা নেটিজেন লিখেছেন, অসংখ্য় ধন্য়বাদ পশ্চিমবঙ্গ পুলিশ। এই মান্যতা ভীষণ জরুরী ছিল। তবে এর অন্য়ধরনের মন্তব্যও রয়েছে। অপর একজন লিখেছেন, একদম না। দুচারা নিয়ে বেপরোয়া গতিতে চালান বহু মহিলা। সিগন্য়ালের পরোয়া করে না। বহুবার দেখেছি।
এদিকে রাজ্য পুলিশের এই পোস্টের পরেই নানা মন্তব্য ঘুরছে সোশ্য়াল মিডিয়ায়। এক নেটিজেন লিখেছেন, সমীক্ষা বলছে বিশ্বের সমস্ত কঠিন , ঝুঁকিপূর্ণ, পরিশ্রমী কাজের ৯৯.৯৯ শতাংশ পুরুষদের দ্বারা হয়, তাই মহিলাদেরও বলব সমতা কেবলমাত্র ফেসবুক পোস্ট বানানো ইনস্টা রিলস বানানো আর ফেমিনিস্ট ক্লাবে সীমাবদ্ধ না রেখে ৫০-৫০ ভাগ করে নিতে…লিখেছেন এক নেটিজেন।