এবার পাহাড়ের স্কুলগুলিতে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। তাতে রাজ্যের শাসক দলের অনেকের নাম জড়িয়েছে। এ সংক্রান্ত একটি বেনামি চিঠি সামনে আসার পরেই সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। তবে সিবিআই অনুসন্ধানে আপত্তি জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। তাতে অবশ্য লাভ হল না। সেই সংক্রান্ত মামলায় আপাতত কোনও অন্তর্বতী স্থগিতাদেশ দিল না হাইকোর্ট। এবিষয়ে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দিতে বলেছে ডিভিশন বেঞ্চ। তারপরে আদালত এবিষয়ে সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন: ফের কেঁচো খুড়তে বেরলো কেউটে, GTAতে ৩১৩ বেআইনি শিক্ষক নিয়োগে CID তদন্তের নির্দেশ
সিবিআই তদন্তের বিরোধিতা করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। তবে প্রধান বিচারপতি না থাকায় মামলাটির শুনানি হয় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে। এই সংক্রান্ত মামলায় বেঞ্চ রাজ্যের কাছে জানতে চায় সিবিআই তদন্ত হলে তাতে কী সমস্যা রয়েছে।
জানা যায়, হাইকোর্ট সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিতেই জিটিএ-র নিয়োগ দুর্নীতিতে বিধাননগর উত্তর থানায় এফআইআর দায়ের করে রাজ্য। সেই এফআইআরে পার্থ সহ একাধিক তৃণমূল নেতার নাম রয়েছে। এর ভিত্তিতে সিবিআই অনুসন্ধান বন্ধের আর্জি জানায় রাজ্য সরকার। তবে আদালত এই আবেদনে ভিত্তিতে রাজ্য সরকারকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ১৮ এপ্রিল বেলা ২ টোয় এই মামলার পরবর্তী শুনানি। তবে এই সময়ের মধ্যে সিবিআই অনুসন্ধানে কোনও অন্তবর্তী স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ।