দার্জিলিং মেলের বদলে হলদিবাড়ি থেকে শিয়ালদা পর্যন্ত রোজ ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। উত্তর–পূর্ব সীমান্ত রেল যে ট্রেন চালাতে বলেছে সেটিও দার্জিলিং মেলের পরেই ছাড়বে। প্রস্তাব দেওয়া হয়েছে, হলদিবাড়ি থেকে ট্রেনটি ছাড়বে সন্ধ্যা ৭টায় আর এনজেপি থেকে সাড়ে ৮টায়। ট্রেনটি শিয়ালদা পৌঁছবে সকাল ৬টা ১৫।
দার্জিলিং মেলের যাত্রাপথ বদলের প্রস্তাব।
দার্জিলিং মেলের যাত্রাপথ বদলের প্রস্তাব উঠেছে। এই ট্রেনকে হলদিবাড়ির পরিবর্তে আবার নিউ জলপাইগুড়ি থেকে চালানোর প্রস্তাব পাঠিয়েছে উত্তর–পূর্ব সীমান্ত রেল। আবার দার্জিলিং মেলের বদলে রোজ হলদিবাড়ি থেকে শিয়ালদা পর্যন্ত আর একটি বিকল্প ট্রেন চালানোর প্রস্তাব তারা রেল বোর্ডের কাছে পাঠিয়েছে বলে সূত্রের খবর। দু’টি প্রস্তাবই আগে দেওয়া হলেও রেল বোর্ড এখনও তাতে সম্মতি দেয়নি। ফলে যাত্রাপথ পরিবর্তন হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
রেল থেকে কী জানা যাচ্ছে? রেল সূত্রে খবর, গত অগস্ট মাসেই দার্জিলিং মেলের যাত্রাপথ বাড়িয়ে হলদিবাড়ি পর্যন্ত করা হয়েছিল। তাই এত তাড়াতাড়ি আবার দার্জিলিং মেলের যাত্রাপথ বদলাতে রাজি নয় রেল বোর্ড। এই বিষয়ে উত্তর–পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ‘দার্জিলিং মেল আবার নিউ জলপাইগুড়ি থেকে চালানোর প্রস্তাব পাঠানো হয়েছে। হলদিবাড়ি থেকে দার্জিলিং মেল তুলে নিয়ে নতুন একটি ট্রেন চালানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে রেল বোর্ড যেমন সিদ্ধান্ত নেবে তেমনই হবে।’