বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কলকাতায় বিটকয়েনের লোভ দেখিয়ে টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমে হল প্রতারণা
পরবর্তী খবর
কলকাতায় বিটকয়েনের লোভ দেখিয়ে টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমে হল প্রতারণা
1 মিনিটে পড়ুন Updated: 14 Dec 2022, 10:44 AM ISTMd Aslam Hossain
অনলাইন প্রতারকরা টেলিগ্রাম এবং ভাইবারের মাধ্যমে বিটকয়েন বিনিয়োগ করার জন্য নেটিজেনদের প্রলোভিত করছে। আর তারপরেই তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছে। এরকমই প্রতারণার শিকার হয়েছেন বাগুইআটি ও বালিগঞ্জের দুই বাসিন্দা।
নয়া পদ্ধতিতে সাইবার প্রতারণা। প্রতীকী ছবি
বর্তমানে অনলাইনে প্রতারণা বা সাইবার প্রতারণা বাড়ছে। নতুন পদ্ধতিতে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে সাইবার প্রতারকরা। মানুষকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে চলছে সাইবার ক্রাইম। এবার টেলিগ্রাম ও ভাইবারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেও সাইবার প্রতারণা চালাচ্ছে দুষ্কৃতীরা। সম্প্রতি পুলিশের কাছে এ বিষয়ে দুটি অভিযোগ এসেছে। তাতে এই দুটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যাবহার করে প্রতারণা চালিয়েছে সাইবার প্রতারকরা।
এরপরে সেখানে একজন গ্রুপ অ্যাডমিন তাঁকে কেটি সিডেল নামে একটি অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলে টেলিগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করার পরামর্শ দেন। সেইমতো তিনি দুটি অ্যাকাউন্ট লিঙ্ক করেন। পরে সেখানে বিটকয়েনের মাধ্যমে টাকা বিনিয়োগ করতে বলা হয়। প্রথমে অল্প টাকা বিনিয়োগ করে বেশ লাভ করছিলেন মনু। কিন্তু সেই টাকা তুলতে গেলে তারা ৫০ শতাংশ কমিশন দাবি করে বলে অভিযোগ। পরে আরও বেশ কিছু টাকা দাবি করে প্রতারকরা। এইভাবে তিনি ১৪ লক্ষ ৯০ হাজার টাকা খুইয়েছেন বলে অভিযোগ।