হরিদেবপুরে অয়ন মণ্ডল খুনে ধৃত ৭ জনের মধ্যে ৫ জনকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। বাকি ২ ধৃত নাবালক বলে তাদের সরকারি হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় ধৃত আরেক অভিযুক্তকে ওড়িশা থেকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতায় আনছে পুলিশ।
অয়ন মণ্ডল খুনে তার বান্ধবী প্রীতি জানা, তার মা রুমা জানা ও বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া গ্রেফতার করা হয়েছে প্রীতি জানার নাবালক ভাই ও তার ৩ বন্ধুকে। তাদের মধ্যে আবার একজন নাবালক। এদিন ধৃতদের জামিনের আবেদন করে আইনজীবী বলেন, ‘এই খুন ইচ্ছাকৃত নয়। ঘটনাচক্রে খুন হয়েছেন অয়ন। তাই ধৃতদের জামিন দেওয়া হোক।’ যে গাড়িতে দেহ লোপাট করা হয়েছিল তার মালিকের আইনজীবী বলেন, ‘গাড়ি নিয়ে কী করা হবে তা জানা ছিল না তাঁর।’
সৌমেন্দুকে ১০ ঘণ্টা পুলিশি জেরা, মমতাকে সুদে-আসলে ফিরিয়ে দেব: শুভেন্দু
যদিও সরকারি আইনজীবী বলেন, ‘জেনে বুঝে পরিকল্পমাফিক অয়নকে খুন করেছে জানা পরিবারের সদস্যরা। পরিকল্পনা করে দেহ সরিয়ে তথ্যপ্রমাণ লোপাট করেছে তারা। দেহে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। যা থেকে স্পষ্ট, খুনের উদ্দেশেই আঘাত করা হয়েছিল অয়নকে। ফলে এক্ষেত্রে বিস্তারিত জানতে ধৃতদের আরও জেরা করা দরকার। ঘটনার পুনর্নির্মাণ করিয়ে তারা যে কোনও তথ্য লুকাচ্ছে না সেব্যাপারে নিশ্চিত হতে চান তদন্তকারীরা।’ এর পরই ধৃতদের ১২ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।