অ্যালকেমিস্ট, এমপিএস, জিকেআইএল, হান্নিম্যান, বেসিল, পৈলান, ভিবজিওর, ওয়ারিক, পিনকন, অ্য়াঞ্জেল এগ্রিটেক। মনে পড়ছে এই সংস্থাগুলিকে? বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছিল এই সংস্থাগুলি। যার ফল ভুগতে হয়েছে অসংখ্যা মানুষকে। প্রতারিত হয়েছেন হাজার হাজার মানুষ। পথে বসেছেন অনেকেই। আর এবার সেই সংস্থাগুলি থেকে টাকা সংগ্রহের উদ্যোগ নিল কলকাতা হাইকোর্ট গঠিত বিচারপতি এসপি তালুকদার কমিটি। সূত্রের খবর অন্তত ১০টি চিটফান্ড সংস্থার কাছ থেকে প্রায় সাড়ে ৩১ কোটি টাকা সংগ্রহ করেছে কলকাতা হাইকোর্ট নিয়োজিত কমিটি।এমপিএস থেকেই এসেছে প্রায় ১৬ কোটি ৬০ লক্ষ টাকা। পিনকন থেকে ৬ কোটি টাকা, অ্যালকেমিস্ট ও পৈলান থেকে যথাক্রমে ৩ কোটি ৯ লক্ষ ও ৩ কোটি ১৭ লক্ষ টাকা সংগ্রহ করা সম্ভব হয়েছে। তবে এই অর্থ সংগ্রহের ক্ষেত্রে কিছুটা তৎপরতরা অভাব থেকে গিয়েছে বলে মনে করছেন অনেকেই। বিচারপতি তালুকদার সম্প্রতি নির্দেশ দিয়েছিলেন, মনে হচ্ছে সব কিছু সঠিক দিশায় চলছে না। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কাছ থেকে কমিটি আরও সহযোগিতা চায়, আশা করে। এদিকে সিনেমার কপিরাইট বিক্রি করে প্রায় ৩৫ লক্ষ টাকা সংগ্রহের প্রস্তাব দিয়েছে অ্যাঞ্জেল এগ্রিটেক সংস্থা।এদিকে রাজ্যের ডিরেক্টর অফ ইকনমিক অফেন্সের প্রতিনিধিকে শুনানিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কমিটি ও ডিইও অফিসে একই বাড়িতে হওয়া সত্ত্বেও কেউ সাড়া দেয়নি বলেও অভিযোগ। আর এই অসহযোগিতার অভিযোগকে কেন্দ্র করেও এবার প্রশ্ন উঠতে শুরু করেছে।