
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
Containment Zones in Bidhannagar: Full list of Covid-19 containment zones in Bidhannagar's New Town, Kaikhali, Salt Lake as issued by Bengal government
Coronavirus in Bidhannagar, A Containment Zones, Containment Zones in Bidhannagar, New Town, Kaikhali, Salt Lake, বিধানগরে এ কনটেনমেন্ট জোন, কনটেনমেন্ট জোন
কলকাতার পর পশ্চিমবঙ্গে সবথেকে বেশি অ্যাফেক্টেড বা ‘এ’ কনটেনমেন্ট জোন রয়েছে উত্তর ২৪ পরগনায়। তার মধ্যে আবার বিধাননগর পুরনিগমের আওতায় অ্যাফেক্টেড জোনের সংখ্যা সর্বাধিক।
রাজ্য সরকারের সাম্প্রতিক আপডেট অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় মোট ১৪৪ টি 'এ' কনটেনমেন্ট জোন রয়েছে। অধিকাংশই অ্যাফেক্টেড জোনই কলকাতা লাগোয়া। তার মধ্যে বিধাননগর পুরনিগম এবং কামারহাটি পুরসভায় 'এ' কনটেনমেন্ট জোনের সংখ্যা সবথেকে বেশি। সেখানে ১৮ টি করে এলাকা অ্যাফেক্টেড হিসেবে চিহ্নিত।
একনজরে দেখে নিন বিধাননগরের ‘এ’ কনটেনমেন্ট জোনের তালিকা :
৩ নম্বর ওয়ার্ড :
অ্যাপেলো হাসপাতাল, গোপালপুর, বটতলা, নারায়ণপুর (থানা নারায়ণপুর)
৪ নম্বর ওয়ার্ড :
রাজারহাট, নুতনপাড়া, প্রগতি সংঘ। (থানা নারায়ণপুর)
৬ নম্বর ওয়ার্ড (আংশিক) :
নিশিকানন, তেঘরিয়া, ঢালিপাড়া, চার্নক হস্টেল, চার্নক হাসপাতাল, চিনার পার্ক। (থানা বাগুইআটি)
৬ এবং ১১ নম্বর ওয়ার্ড (আংশিক) :
সর্দারপাড়া, শীতলামন্দির, মালিরবাগান, কৈখালি, তেঘরিয়া, তেঘরিয়া সেকেন্ড লেন (তরুণ সংঘ ক্লাবের কাছে), লিচু বাগান। (থানা বাগুইআটি)
৭ নম্বর ওয়ার্ড :
কৈখালি মণ্ডলগাঁথি, হলদিরাম। (থানা বাগুইআটি)
৯ নম্বর ওয়ার্ড :
মানশিবতলা, দেবালয় অ্যাপার্টমেন্ট, রঘুনাথপুর, সাহাপাড়া, দেশবন্ধু নগর, বাগুইআটি। (থানা ইকো পার্ক)
১২ নম্বর ওয়ার্ড :
চিনার পার্ক। (থানা বাগুইআটি)
১৪ নম্বর ওয়ার্ড :
জ্যাংরা দক্ষিণ মাঠ, সর্দারপাড়া, হাতিয়াড়া, নিউ টাউন। (থানা ইকো পার্ক)
১৮ নম্বর ওয়ার্ড :
পূবালি অশ্বিনীনগর, বাগুইআটি। (থানা বাগুইআটি)
২২ নম্বর ওয়ার্ড :
কেষ্টপুর, ঘোষপাড়া (থানা নিউ টাউন)।
২৬ নম্বর ওয়ার্ড :
সুকান্তপাড়া, পূর্বপাড়া, মিশন বাজার, কেষ্টপুর। (থানা বাগুইআটি)
২৭ নম্বর ওয়ার্ড :
কৃষ্ণপুর, নিউ টাউন। (থানা নিউ টাউন)।
৩৪ নম্বর ওয়ার্ড :
এইচ এ ব্লক, মিজোরাম হাউজ, পুলিশ আবাসন সল্টলেক, কে বি ব্লক। (থানা সল্টলেক দক্ষিণ)
৩৫ নম্বর ওয়ার্ড :
সল্টলেক, সেক্টর-৪, নবপল্লি। (থানা সল্টলেক দক্ষিণ)
৩৬ নম্বর ওয়ার্ড :
বাসন্তীদেবী কলোনি, চিংড়িঘাটা, সল্টলেক, সেক্টর-৪, ত্রিনাথ পল্লি। (থানা সল্টলেক দক্ষিণ)
৩৮ নম্বর ওয়ার্ড :
দত্তাবাদ, সল্টলেক, কলকাতা-৬৬। (থানা বিধাননগর দক্ষিণ)
৪০ নম্বর ওয়ার্ড :
সি ডি, সল্টলেক, সেক্টর-১। (থানা বিধাননগর উত্তর)
৪১ নম্বর ওয়ার্ড :
এ ডি ব্লক, ব্লক - এ সি, সল্টলেক, কলকাতা-৯১। (থানা বিধাননগর উত্তর)
রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী ১৫ জুন পর্যন্ত ওই এলাকাগুলিতে লকডাউনে কোনওরকম বিধিনিষেধ শিথিল হবে না। শুধু অত্যাবশ্যকীয় গতিবিধি বা কাজে ছাড় মিলবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports