কয়লাপাচারকাণ্ডে ইডির তলবে দিল্লিতে হাজিরা দিলেন পুলিশ আধিকারিক কোটেশ্বর রাও। মঙ্গলবার বেলা ১১টায় দিল্লির প্রবর্তন ভবনে হাজিরা দেন তিনি। কয়লাপাচারের টাকা যে সমস্ত পুলিশ আধিকারিকের কাছে গিয়েছে তাদের মধ্যে কোটেশ্বর রাওয়ের নাম রয়েছে বলে সূত্রের খবর। এদিন তাঁকে জেরা শুরু করেছেন ইডির গোয়েন্দারা। সোমবার জ্ঞানবন্ত সিং ইডির হাজিরা এড়ানোর পর এবার পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর সবার।
ইডি সূত্রে খবর, কয়লাপাচার কাণ্ডের মূলচক্রী অনুুপ মাঝি ওরফে লালার কাছ থেকে উদ্ধার একটি ডায়েরিতে পুলিশ আধিকারিকদের সঙ্গে লেনদেনের বিবরণ পাওয়া গিয়েছে। সেই বিবরণ অনুসারে চলতি মাসের শুরুতে রাজ্যের ৮ IPS আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করেন গোয়েন্দারা। প্রতিদিন তলব করা হয়েছে ১ জন করে আধিকারিককে। সোমবার ছিল জ্ঞানবন্ত সিংয়ের পালা। কিন্তু ইডি দফতরে হাজিরা দেননি তিনি। বদলে সময় চেয়ে চিঠি দিয়েছেন। তার পর থেকেই জল্পনা শুরু হয়, তবে কি একে একে হাজিরা এড়াবেন বাকি আধিকারিকরাও?
বৈদিক ভিলেজে বসছে বিজেপির বিলাস–বৈভবের প্রশিক্ষণ শিবির, দ্বন্দ্ব আদি–নব্যের
মঙ্গলবার সকাল ১১টায় নির্দিষ্ট সময়ে যদিও হাজিরা দেন কোটেশ্বর রাও। যে সময় রাজ্য থেকে কয়লা পাচারের অভিযোগ উঠেছে তখন আসানসোলে কর্মরত ছিলেন তিনি।
ইডি সূত্রের খবর, কয়লাপাচারের টাকা বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে প্রত্যক্ষ ভূমিকা নিয়েছিলেন ওপরতলার পুলিশ আধিকারিকরা। সেকথা অনুপ মাঝির ডায়েরিতে স্পষ্ট। এখন দেখার তদন্তে এই আধিকারিকদের বিরুদ্ধে ইডির দাবি সত্য প্রমাণিত হলে কী পদক্ষেপ করেন গোয়েন্দারা?
গরু ও কয়লাপাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এর পর লাগাতার তল্লাশিতে তাঁর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন গোয়েন্দারা।