বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > CM Mamata tries to calm crying child: মুখ্যমন্ত্রীর 'মমতা', কান্নায় ভেঙে পড়া বাচ্চার মুখে হাসি ফোটাতে বাজালেন ঢাক
পরবর্তী খবর
পুজো উদ্বোধনে গিয়ে কাঁদতে থাকা শিশুর মুখে হাসি ফোটাতে ঢাক বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি ঘটেছে আদি বালিগঞ্জের পুজো মণ্ডপে। সেখানে পুজো উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পান, সেখানে হাজির এক মহিলার কোলে থাকা শিশু কাঁদছে। এই আবহে পুজো উদ্বোধনের আনুষ্ঠানিকতা সেরে সেদিকে এগিয়ে যান মমতা। মুখ্যমন্ত্রীকে জানানো হয়, ঘুম থেকে তুলে নিয়ে আসার কারণেই শিশুটি কাঁদছে। এরপর মুখ্যমন্ত্রী শিশুটিকে নিজের কোলে তুলে নেওয়ার জন্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন। তবে মায়ের কোল ছেড়ে শিশুটি মুখ্যমন্ত্রীর কাছে আসেনি। ততক্ষণে তার কান্নাও থামেনি। এই আবহে শিশুটির কান্না থামাতে মুখ্যমন্ত্রী নিজের হাতে ঢাকের কাঠি তুলে নেন। (আরও পড়ুন: 'পুজোয় দুষ্টু বৃষ্টি হবে', মণ্ডপ উদ্বোধনে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস দিলেন মমতা)