বড়দিন উপলক্ষ্যে মেতে উঠেছে কল্লোলিনী কলকাতা। অনেক রাত পর্যন্ত রাস্তায় মানুষ থাকবেন। একপ্রান্ত থেকে যাবেন আর এক প্রান্তে। কিন্তু সেটা কি বেশি রাতে সম্ভব? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তিলোত্তমার দ্রষ্টব্য স্থানগুলি ছুঁয়ে সরকারি বাসের বিশেষ পরিষেবা চালু করা হয়েছে। বাংলার মানুষের সুবিধায় আজ, বুধবার ২৫ ডিসেম্বর ছাড়াও আগামী ২৯, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি এই বিশেষ পরিষেবা মিলবে। এই সরকারি বাস পরিষেবা ইকো পার্ক ছুঁয়ে যাওয়ার পাশাপাশি নিকো পার্ক, সায়েন্স সিটি, ময়দান, চিড়িয়াখানা এবং আলিপুরের জেল মিউজিয়াম স্পর্শ করবে।
আজ, বড়দিন। তাই শহরের নানাপ্রান্তে পিকনিক থেকে শুরু করে ঘুরতে যাওয়া সবই চলবে। তাই এবার নিউটাউনের ইকো পার্কের ১ নম্বর এবং ৪ নম্বর গেট ছাড়াও প্যাঁচার মোড় থেকে সংশ্লিষ্ট দিনগুলিতে দুপুর ৩টে থেকে রাত সাড়ে ৮টার মধ্যে পর পর শহরের নানা গন্তব্যের উদ্দেশ্যে বাস ছাড়বে। এস–১২ই, এসি–১২, এস–২৩এ, এসি–৩৮, এসি–৩৬ চলবে। ইকো পার্ক এবং বারাসত স্পেশাল ছাড়াও বালি হল্টগামী বাস চলবে। ১ নম্বর গেট থেকে মোট ২৮টি বাস চলবে। সরকারি বাসের এমন পরিষেবা থাকার কথা জেনে পথে অনেকটা নিশ্চিন্ত থাকবেন নাগরিকরা।
আরও পড়ুন: কীর্তন করা যাবে না, বাংলাদেশের রংপুরে ফতোয়া জারি করল মৌলবাদীরা, তুমুল আতঙ্ক
ইতিমধ্যেই আজ বুধবার মেট্রো পরিষেবা মিলবে রাত ১১টা পর্যন্ত। শেষ মেট্রো রাতে পাওয়া যাবে বলে প্রায় মাঝরাত পর্যন্ত মানুষ রাস্তায় থাকতে পারবেন। প্যাঁচার মোড় থেকে এস ১২ই, এসি–১২, এস–৩০, এসি–৩৭, এসি–৪৭, এসি–৩৭এ এবং একাধিক রুটের বাস ছাড়বে। আবার ইকো পার্কের ৪ নম্বর গেট থেকে এসি–৯বি, এসি–৩৯, এসি–৪৩ ছাড়াও একাধিক রুটের বাস চালানো হবে। হাওড়া, শিয়ালদা ও এসপ্ল্যানেড থেকে চিড়িয়াখানা যাওয়া যাত্রীদের কথা ভেবে রবীন্দ্র সদন হয়ে অতিরিক্ত বাসের ব্যবস্থা করেছে রাজ্য পরিবহণ দফতর।
আজ, বড়দিন বলে এমন পরিষেবার ব্যবস্থা করেছে রাজ্য পরিবহণ দফতর। তার সঙ্গে বছর শেষের আনন্দে আগামী ২৯ এবং ৩১ ডিসেম্বর বাড়তি সরকারি বাস চালানো হবে। তাছাড়া ইংরেজি নববর্ষের দিনেও এইসব রুটে সরকারি বাস চলবে। যাতে অনায়াসে মানুষজন যাতায়াত করতে পারে। আজ, বড়দিন উপলক্ষ্যে পার্ক স্ট্রিটের ভিড় সামাল দিতে সন্ধ্যার পর অতিরিক্ত বাস চালাবে রাজ্য পরিবহণ নিগম। পার্ক স্ট্রিট থেকে হাওড়া স্টেশন,পর্ণশ্রী, জোকা, বালিগঞ্জ, গড়িয়া, কামালগাজি, নিউটাউন, পাইকপাড়া, বাগবাজার, ডানলপের দিকে যাবে ওই সব সরকারি বাস।