কলকাতা লাগোয়া বাগুইআটির জগৎপুরে চিকিৎকের বাড়ি থেকে উদ্ধার হল মহিলার পচা গলা দেহ। একটি ড্রামের মধ্যে সিমেন্ট দিয়ে ঢালাই করে রাখা ছিল দেহটি। দেহ উদ্ধার করে তদন্তে নেমেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপাল মুখোপাধ্যায় নামে ওই চিকিৎসক জগৎপুরের ওই বাড়িটি পুরোটাই ভাড়া দেন। সম্প্রতি সেখান থেকে ভাড়া উঠে যায়। মঙ্গলবার বাড়িটি পরিষ্কার করতে যান তিনি। তিন তলার শৌচাগারে গিয়ে দেখেন সেখানে রয়েছে একটি ড্রাম। মুখ সিমেন্ট দিয়ে আটকানো। ড্রামের ভিতর থেকে কটূ গন্ধ বেরোচ্ছে।সঙ্গে সঙ্গে তিনি খবর দেন বাগুইআটি থানায়। পুলিশ এসে ড্রাম কেটে দেখে ভিতরে সিমেন্ট দিয়ে গাঁথা রয়েছে এক মহিলার দেহ। সিমেন্ট ভেঙে পচন ধরা দেহ উদ্ধার করে পুলিশ।এই খবরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মহিলাকে সনাক্ত করা যায়নি। কে বা কারা তাঁকে খুন করে ড্রামে ভরল তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। চিকিৎসকের ভাড়াটেদের তথ্য তলাশ করে খুনিকে চিহ্নিত করার চেষ্টা শুরু করেছে পুলিশ। ওই বাড়িতে কারা যাতায়াত করত তা নিয়েও শুরু হয়েছে খোঁজ খবর। খতিয়ে দেখা হচ্ছে নিখোঁজের তালিকা।