রাজ্যপালের সঙ্গে একান্ত বৈঠকে দুর্নীতি এবং হিংসার কথা তুলে ধরেন সুকান্ত মজুমদার। আর শুভেন্দু অধিকারীর হয়ে রাজ্যপালের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন। সংসদ চলার জন্য নয়াদিল্লিতে ছিলেন সুকান্ত। সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে ধমক দেন এবং সতর্ক করেন যাতে পরবর্তী ক্ষেত্রে এমন ঘটনা না ঘটে।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-রাজ্যপাল সিভি আনন্দ বোস
সামনে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই বিধানসভায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিক্ষোভ দেখিয়ে বিপাকে পড়েছেন বঙ্গ–বিজেপির নেতারা। কারণ এই ঘটনায় পদ্ম নেতা তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ধমক খেতে হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। আর তারপরই শনিবার সকালে রাজভবনে হাজির বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এমনকী দু’ঘণ্টা একান্ত বৈঠক করেন সুকান্ত।
রাজভবনে গিয়ে কী করলেন সুকান্ত? সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে একান্ত বৈঠকে দুর্নীতি এবং হিংসার কথা তুলে ধরেন সুকান্ত মজুমদার। আর শুভেন্দু অধিকারীর হয়ে রাজ্যপালের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন। সংসদ চলার জন্য নয়াদিল্লিতে ছিলেন সুকান্ত। সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে ধমক দেন এবং সতর্ক করেন যাতে পরবর্তী ক্ষেত্রে এমন ঘটনা না ঘটে। দলীয় বিধায়কদের সতর্ক করতেও তাঁকে নির্দেশ দেওয়া হয়। ক্ষমা চাওয়ার পথটাও সেখান থেকেই বাতলে দেওয়া।