বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Adhir Ranjan Chowdhury: অধীরের গেরুয়াতে যোগ দেওয়া ছাড়া পথ নেই! জল্পনা উসকে দিলেন বঙ্গ বিজেপির মুখপাত্র
পরবর্তী খবর
Adhir Ranjan Chowdhury: অধীরের গেরুয়াতে যোগ দেওয়া ছাড়া পথ নেই! জল্পনা উসকে দিলেন বঙ্গ বিজেপির মুখপাত্র
1 মিনিটে পড়ুন Updated: 01 Aug 2024, 03:08 PM ISTSatyen Pal
একাধিক বিজেপি নেতার বক্তব্যে নতুন করে এই জল্পনা দানা বাঁধতে শুরু করেছে। বঙ্গ বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার এমপি শমীক ভট্টাচার্যও এবার অধীর চৌধুরীকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানালেন।
Ad
অধীরের বিজেপিতে যোগ দেওয়া ছাড়া পথ নেই! জল্পনা উসকে দিলেন বঙ্গ বিজেপির মুখপাত্র PTI Photo)(PTI06_05_2024_000006B)
অধীর চৌধুরী। বাংলায় কংগ্রেসের পতাকাটা এখনও যিনি শক্ত করে ধরে রয়েছেন বলে মনে করা হয় তিনি অবশ্য়ই অধীর চৌধুরী। তৃণমূলের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই। তবে এবার তিনি জিততে পারেননি। দলের অন্দরেও তিনি আর কতটা গুরুত্ব পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে সেই পরিস্থিতিতে ফের নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে কি অধীর চৌধুরী এবার বিজেপিতে যোগ দেবেন?
আসলে একাধিক বিজেপি নেতার বক্তব্যে নতুন করে এই জল্পনা দানা বাঁধতে শুরু করেছে। বঙ্গ বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার এমপি শমীক ভট্টাচার্যও এবার অধীর চৌধুরীকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানালেন।
শমীক ভট্টাচার্য বলেন, ‘সমস্ত রফা দফা করে কংগ্রেস ও তৃণমূল দেখে নিয়েছে যে নরেন্দ্র মোদী তৃতীয় দফার জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন। এটাই কালের দেওয়াল লিখন। আগামী তিনদশকের মধ্য়ে সরকারকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কংগ্রেসের নেই। কংগ্রেসের গর্ভ থেকে যারা জন্ম নিয়েছে একই ধারা বহন করছে তাদের নেই। যারা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক রাজনীতি করে, ওখানে তৃণমূলের সমর্থনে এখানে সরকার ফেলে দেওয়ার একটা স্বপ্ন দেখছেন এটা দিবা স্বপ্নই থেকে যাবে এটা দেশের মানুষ বোঝেন।’
শমীক ভট্টাচার্য অধীর চৌধুরীর প্রসঙ্গে বলেন, ‘অধীর চৌধুরীর সঙ্গে কংগ্রেস প্রতারণা করেছে। কংগ্রেসে থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণ করা যাবে না, এটা খাড়গে সাহেবরা বুঝিয়ে দিয়েছেন।' সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, রাইট পার্টি কি বিজেপি?’