ইদানিং পথে–ঘাটে বামেরা আবার আন্দোলন করছে। সেই ছবি দেখতে পাচ্ছেন রাজ্যের মানুষজন। এমনকী টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের পাশে দেখা গিয়েছে বাম প্রতিনিধিদলে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। এবার এই বামেদের নিয়ে কটাক্ষ করতে দেখা গেল বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষকে। আর তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে বাম নেতাদের মধ্যে।
ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ? ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে বামেদের আন্দোলন নিয়ে ঘুরিয়ে সমালোচনা করতে দেখা গেল বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে। তিনি বলেন, ‘বামেরা চিরদিন বিরোধিতা ভাল করতে পারে। আন্দোলন করতে পারে, সরকার চালাতে পারে না। উন্নয়ন করতে পারে না। তাই লোকে বিসর্জন দিয়েছে। তারা আন্দোলন করবে সেটা দেখে বাংলার মানুষের ধারণা হয়ে গিয়েছে, ওটাই ওদের ভাল কাজ। তাই বাংলার মানুষ এই কাজের বিরোধিতা করছেন। সমস্ত দল করছে। যে ধরনের অমানবিক ব্যবহার করা হয়েছে, চাকরিপ্রার্থীদের অধিকারকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, সবাই তার বিরোধিতা করছে।’
বিজেপি ঠিক কী করেছিল? বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে গিয়েছিলেন। সরাসরি পৌঁছে গিয়েছিলেন করুণাময়ীতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের কাছে। তাঁদের সঙ্গে কথা বলেছিলেন। তারপর মিডনাইট অপারেশন হয়েছিল। তাতে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীদের আমরণ অনশন মঞ্চ। সেখানে গিয়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এই ঘটনার প্রতিবাদে এবার ময়দানে নামে বামেরা। আর সেটাই তাঁরা ভা পারেন বলে কটাক্ষ করলেন মেদিনীপুরের সাংসদ।