বাংলাদেশে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। হিন্দুদের উপর আক্রমণ নেমে আসছে। আর তার জেরে ওপার বাংলার মানুষজন এপার বাংলায় আসতে মরিয়া হয়ে উঠেছেন। বিশেষ করে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর পদ্মাপারের দেশে আতঙ্কের বাতাবরণ। এই ঘটনার বিরোধিতা করে চলেছে ভারত। পশ্চিমবঙ্গেও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় ব্যাপক প্রতিবাদ হচ্ছে। আজ, বুধবার বিধানসভার বাইরে এই ইস্যুতে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। কড়া জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও।
বিজেপি বিধায়ক অসীম সরকার চান, এই দেশের সমস্ত মুসলিমকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের কাছে আমি আর্জি জানাব যাতে সব মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আর বাংলাদেশের সব হিন্দুদের এদেশে নিয়ে আসা হয়। অনুপ্রবেশকারীদের ঠেকাতে গেলে এনআরসি অত্যন্ত প্রয়োজন। সারা ভারতে এটি কার্যকর করতেই হবে। বাংলাদেশে যদি হিন্দুদের সঙ্গে থাকতে মুসলিমদের অসুবিধা হয় তাহলে ভারত সরকারের উচিত হিন্দুদের এদেশে নিয়ে আসা। আর এখানের মুসলিমদের ওপারে পাঠিয়ে দেওয়া।’
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিল আনছে রাজ্য সরকার
এই মন্তব্য নিয়ে এখন ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে। কারণ ধর্ম ও জাতির ভিত্তিতে মানুষকে ভাগ করা উচিত নয়। সেটা সংবিধানে আছে। কিন্তু বিজেপির মূল অ্যাজেন্ডা হিন্দুত্ব। হিন্দু রাষ্ট্র করে তোলার কথা বিজেপি নেতা–মন্ত্রীদের মুখে শোনা যায়। এখন গোটা দেশে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। তার মধ্যেই ভারতের মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মন্তব্য করে বিজেপি বিধায়ক বিতর্কের সৃষ্টি করলেন। বিজেপি বিধায়কের দাবি, ‘কমপক্ষে ১৭ হাজার মৌলবী এদেশে কাজ করছেন। বাংলাদেশ থেকে উগ্রপন্থীদের এখানে পাঠাচ্ছে। তারা আবার দেশের নানা রাজ্যে লাভ–জিহাদ ছড়াচ্ছে।’