লোকসভা নির্বাচনের মধ্যে তৃণমূলকে আরও অস্বস্তিতে ফেলে দিল বিজেপি। এবার কলকাতা পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জীবন সাহার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগ তুলল গেরুয়া শিবির। এর ভিত্তিতে বিজেপির তরফে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ইডির কাছে একটি অভিযোগ জানানো হয়েছে। তাতে জীবনের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে পদ্ম শিবির।
আরও পড়ুন: ‘বিজেপি ও সিপিএম-কে কুকুর-বিড়ালের মতো ঝাঁটা নিয়ে তাড়া করুন’ নিদান তৃণমূল নেতার
মঙ্গলবার বিজেপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল বিধাননগরে ইডির অফিসে যান। সেই প্রতিনিধি দলে ছিলেন উত্তর কলকাতার বিজেপি নেতা মনোজ কুমার বর্মন, সমরজিৎ দত্ত প্রমুখ। বিজেপির দাবি, জীবন সাহার আয় বহির্ভূত সম্পত্তি থাকার প্রমাণ তাদের কাছে রয়েছে। সেই সংক্রান্ত নথি তারা এদিন ইডির আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন।
বিজেপি নেতাদের অভিযোগ, জীবন সাহা এবং তাঁর স্ত্রী নামে মোট ২৬ টি জমির প্লট রয়েছে। তাছাড়া, মেট্রোপলিটন হাউজিং কমপ্লেক্সের মধ্যে একটি চ্যারিটেবল ট্রাস্ট করে তিনি বেআইনিভাবে আয় করছেন। প্রসঙ্গত, এই হাইজে হাউসিংয়ের মধ্যেই দুর্নীতিতে নাম থাকা শঙ্কর আঢ্য এবং বনগাঁও লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সম্পত্তি রয়েছে। দুর্নীতির মামলায় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন। বিজেপির দাবি, জীবন যে নির্বাচনী হলফনামা জমা দিয়েছিলেন তার সঙ্গে বর্তমান সম্পত্তি খতিয়ে দেখা হোক। তাদের দাবি, গত কয়েক বছরের মধ্যে তাঁর সম্পত্তি অনেক বেড়েছে।