পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করেছে বলে বিজেপির অভিযোগ। তাই তারা আজ, সোমবার ১২ ঘন্টার বাংলা বন্ধ ডেকেছে। কিন্তু ইকোপার্কে সকালে প্রাতঃভ্রমণ করতে এসে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, বিজেপি নৈতিকভাবে বন্ধ সমর্থন করে না। বন্ধের দিনই এমন কথা বলেছেন তিনি। তাহলে বাংলা বন্ধ ডাকলেন কেন? উঠছে প্রশ্ন।ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ? এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘বিজেপি নৈতিকভাবে বনধ সমর্থন করে না। কিন্তু পশ্চিমবঙ্গে এটা ছাড়া প্রতিবাদের আর কোনও উপায় নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ই তো বনধের রাজনীতিকে জনপ্রিয় করেছেন বাংলায়। বাংলায় গণতন্ত্রের কোনও অস্তিত্ব নেই। পুলিশ প্রশাসন একতরফা কাজ করছে। আদালতও ওদের ওপর নির্ভর করছে। মানুষ ন্যায়ের জন্য কোথায় যাবে? তাই এই রাস্তায় আমাদেরকে হাঁটতেই হচ্ছে।’ কিন্তু আজ সকাল থেকে রাজ্যে বন্ধের তেমন প্রভাব পড়েনি। যেখানে যেখানে বিজেপি কর্মীরা গোলমাল পাকাতে গিয়েছিল সেখান থেকে পুলিশ তাদের খেদিয়ে দিয়েছে। বালুরঘাটে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়া কলকাতা ও জেলায় তেমন কোনও প্রভাব লক্ষ্য করা যায়নি।এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘তৃণমূল কংগ্রেস হিংসা ছাড়া নির্বাচন জিততে পারবে না। ওরা প্রথম থেকে ঠিক করে নেয় মারপিট করে ভোট লুট করবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় ৭৫–৭৬ বার বনধ ডেকেছেন। বনধের রাজনীতিকে তিনি জনপ্রিয় করেছিলেন। এই ধরনের ডিস্টার্বটিভ পলিটিক্স তো উনিই শুরু করেছিলেন।’