রামপুরহাটে বগটুইয়ের ঘটনায় নিহত পরিবারের আত্মীয়দের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগপত্র তুলে দেওয়ার পর মুখ্যমন্ত্রী জানান, ‘আমি কিন্তু কথা রেখেছি। আমি নিহত পরিবারের সদস্যদের ১০ জনের হাতে সরকারি চাকরিতে নিয়োগপত্র তুলে দিয়েছি।’ এদিন নবান্নে বগটুইকাণ্ড নিয়ে দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, ‘মৃত্যুর বিকল্প কখনও চাকরি হয় না। কেউ কেউ লুকিয়ে গিয়ে টাকা দেয়। অথচ মানুষ যখন সত্যিকারের বিপদে পড়ে, তখন তাঁদের সাহায্য করে না। মানুষের বেঁচে থাকতে গেলে চাকরি ও টাকার প্রয়োজন। নিহত পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল, যেন তাঁদের চাকরি হয়। সেই অনুরোধ মেনে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের দফতরে তাঁদের চাকরি দেওয়া হয়েছে।’ পাশাপাশি বগটুই কাণ্ডে অগ্নিদগ্ধ পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সরকারি প্রকল্পের নথি ফের তৈরি করে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, রামপুরহাটের ঘটনার পর বগটুই গ্রামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। সেইদিনই ক্ষতিগ্রস্তদের হাতে বাড়ি মেরামতের জন্য ২ লাখ টাকার চেক তুলে দেন তিনি। পাশাপাশি স্বজনহারার পরিবার পিছু ৫ লাখ টাকার আর্থিক সাহায্য দেন তিনি। তখন তিনি ঘোষণা করেছিলেন, তিনি তাঁর নিজের কোটা থেকে ১০ জনকে চাকরি দেবেন। কয়েকদিনের মধ্যে সেই কথাও রাখলেন তিনি। িনি।