বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Buddhadeb Bhattacharjee Hospitalized: অনেক দিন দেখা-সাক্ষাৎ নেই! একটু ভাল আছেন শুনে হাসপাতালে বুদ্ধদেবকে দেখতে বিমান
পরবর্তী খবর
Buddhadeb Bhattacharjee Hospitalized: অনেক দিন দেখা-সাক্ষাৎ নেই! একটু ভাল আছেন শুনে হাসপাতালে বুদ্ধদেবকে দেখতে বিমান
যাব যাব করে 'সহযোদ্ধা'কে দেখতে যাওয়া হয়নি বাম চেয়ারম্যান বিমান বসুর। এর জন্য মাঝে মাঝে আক্ষেপও করেছেন দলের অন্যান্যদের কাছে। বুদ্ধবাবুর হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে রবিবার দুপুরে তড়িঘড়ি তাঁকে দেখতে গেলেন বিমান বসু।
হাসপাতালে বুদ্ধদেবকে দেখতে বিমান
দীর্ঘদিন তাঁদের মধ্যে দেখা নেই। শারীরিক অসুস্থতার কারণে ঘরবন্দি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যাব যাব করে 'সহযোদ্ধা'কে দেখতে যাওয়া হয়নি বাম চেয়ারম্যান বিমান বসুর। এর জন্য মাঝে মাঝে আক্ষেপও করেছেন দলের অন্যান্যদের কাছে। বুদ্ধবাবুর হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে রবিবার দুপুরে তড়িঘড়ি তাঁকে দেখতে গেলেন বিমান বসু।
আগে থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী শারীরিক অবস্থার কিছুটা হলেও উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা চেষ্টা করছেন ফ্লুইড কমিয়ে রাইস টিউবের মাধ্যমে শরীরের নিউট্রিশন পৌঁছে দিতে। এই মুহূর্তে নতুন করে তাঁরা কোন টেস্ট করছেন না। শারীরিক অবস্থা স্থিতিশীল হতে আরও ২৪ থেকে ৩৬ ঘণ্টা সময় লাগবে।
হাসপাতালে পৌঁছে বিমান বসু চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। কী অবস্থা, চিকিৎসায় কেমন সাড়া দিচ্ছেন বুদ্ধবাবু, তা জানতে চান। পরে হাসাপাতাল থেকে বেরিয়ে বাম চেয়ারম্যন বিমান বসু সাংবাদিকদের বলেন,'নতুন করে কিছু বলার নেই। সূর্যকান্ত মিশ্র মেডিক্যাল বোর্ডের বৈঠকে ছিলেন। চিকিৎসকরা প্যারামিটারগুলির উপর নজর রাখছেন।তবে কালকের থেকে উন্নতি হচ্ছে। চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন।'
এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি সংবাদমাধ্যমকে জানান, বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।