1 মিনিটে পড়ুন Updated: 18 Nov 2024, 07:24 PM ISTSatyen Pal
কার্যত আদাজল খেয়ে ময়দানে নেমে পড়েন বিজেপি নেতৃত্ব। বিয়ে বাড়ি, চা চক্র, ঘরোয়া আড্ডা সর্বত্র বিজেপির এখন একটাই লক্ষ্য সদস্যপদ সংগ্রহ করা।
Ad
শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার (PTI Photo)
টেনশন মনে হয় একেই বলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার বঙ্গসফরে এসে বাংলার বিজেপিকে একটা টাস্ক দিয়েছিলেন। সেটা হল সদস্যপদ সংগ্রহের টার্গেট পূরণ করতে হবে। গত ২৮শে অক্টোবর সেই টার্গেট দেওয়া হয়েছিল। বলা হয়েছিল বঙ্গ বিজেপিকে নভেম্বরের মধ্যে ১ কোটি সদস্য সংগ্রহ করতে হবে।
এরপর কার্যত আদাজল খেয়ে ময়দানে নেমে পড়েন বিজেপি নেতৃত্ব। বিয়ে বাড়ি, চা চক্র, ঘরোয়া আড্ডা সর্বত্র বিজেপির এখন একটাই লক্ষ্য সদস্যপদ সংগ্রহ করা। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, বাহুল সিনহা, শমীক ভট্টাচার্য, বিধায়ক অগ্নিমিত্রা পাল একেবারে দরজায় দরজায় ঘুরছেন বিজেপির সদস্যপদ সংগ্রহের জন্য। কারণ এটা একেবারেই প্রেস্টিজের ব্যাপার।
সূত্রের খবর, নভেম্বরের মাঝামাঝি বিজেপি মাত্র ১৯.৫ লাখ সদস্যপদ সংগ্রহ করতে পেরেছে। তার মধ্য়ে অর্ধেক আবার পুনর্নবীকরণ হওয়া সদস্য। এদিকে হাতেও আর বিশেষ সময় নেই। সেকারণে কার্যত রাতের ঘুম উধাও হওয়ার জোগাড়।
কারণ অনেকের মতে, তৃণমূলের এই দাপটের মধ্য়ে এক কোটি সদস্য বাংলা থেকে সংগ্রহ করা কি মুখের কথা! তবে চেষ্টার কোনও কসুর করছে না বঙ্গ বিজেপি। এমনকী বিয়ে বাড়িতে গিয়েও সদস্যপদ খুঁজছে বিজেপি।