বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Bansdroni Shootout: বাঁশদ্রোণীতে দুই প্রোমোটারকে গুলি করার ঘটনায় তৎপর পুলিশ, ধৃত তিন, উদ্ধার দেশি পিস্তল
পরবর্তী খবর
সিন্ডিকেট বিবাদের জেরে গতকাল গুলি চলেছিল বাঁশদ্রোণীতে। সিন্ডিকেটের বখরা নিয়ে দুই গোষ্ঠীর সংঘাতের জেরেই এভাবে প্রকাশ্যে রাস্তায় গুলি চলল বলে অভিযোগ স্থানীয়দের। সেই ঘটনায় গুলিবিদ্ধ হন দুই প্রোমোটার। আর গুলি চলার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের গুন্ডা দম শাখার জালে ধরা পড়ে মূলচক্রী শম্ভু সর্দার। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অরিজিৎ পোদ্দার ও শেখ শাহিয়াদ নামক আরও দুই ব্যক্তিকে।