বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kunal Ghosh on Oxford Incident: ‘আবার ওখানেই যাবেন ম্যাডাম!’, কবে? লন্ডন থেকে ফিরেই কুণালের মুখে কেলগ কাণ্ড!
পরবর্তী খবর
Kunal Ghosh on Oxford Incident: ‘আবার ওখানেই যাবেন ম্যাডাম!’, কবে? লন্ডন থেকে ফিরেই কুণালের মুখে কেলগ কাণ্ড!
1 মিনিটে পড়ুন Updated: 29 Mar 2025, 10:39 PM ISTSatyen Pal
অক্সফোর্ডের কেলগ কলেজে বিক্ষোভের প্রসঙ্গেও মুখ খুলেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'পাঁচ ছজন ছিলেন… সিএম সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি ছিলেন। কিন্তু ওদের পরিকল্পনাই ছিল, যড়যন্ত্র ছিল। সিএম তো অ্যালাও করেছিলেন। গণতান্ত্রিক ব্যাপার।
Ad
লন্ডনে বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সহ অন্যান্যরা। ছবি এক্স হ্যান্ডেল কুণাল ঘোষ।
বিলেত থেকে ফিরেছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ফিরেছেন তাঁর সফরসঙ্গী কুণাল ঘোষ। তিনি সংবাদ সংস্থা এএনআইয়ের প্রশ্নের উত্তরে বলেন, 'মুখ্য়মন্ত্রীর সফর পুরো সফল হয়েছে লন্ডনে। শিল্পপতি যারা ছিলেন,লগ্নি ব্যাপারে খুব খুব ইতিবাচক। হেল্থ ইন্ডাস্ট্রি, এআই আর আইটি স্পোর্টস কালচার বড় বিনিয়োগ,…সাকসেসফুল ট্যুর ছিল…'
কিন্তু অক্সফোর্ডের কেলগ কলেজে বিক্ষোভের প্রসঙ্গেও মুখ খুলেছেন কুণাল ঘোষ।
তিনি বলেন, 'পাঁচ ছজন ছিলেন… সিএম সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি ছিলেন। কিন্তু ওদের পরিকল্পনাই ছিল, যড়যন্ত্র ছিল। সিএম তো অ্যালাও করেছিলেন। গণতান্ত্রিক ব্যাপার। ওখানকার যে সমস্ত লোকজন ছিলেন তারা তো আপত্তি করেছিলেন, তাড়া করেছিলেন, ওদের তাড়িয়ে দিয়েছিলেন। ওরা তো পালিয়ে গেল। বাংলার অপমান করছিলেন ওরা। একটা আমন্ত্রণের ভিত্তিতে লেকচার দিতে গিয়েছিলেন। যদি আপনার কিছু বলার থাকে তাহলে প্রশ্ন উত্তরের আসরের জন্য় ম্যাডাম তো তৈরি ছিলেন। ওদের পরিকল্পনা ছিল ডিসটার্ব করা। ওদের কড়া জবাব মিলবে। ২০২৬-এর ভোটে চতুর্থবারের জন্য় সিএম হয়ে আবার সিএম ওখানেই যাবেন। এটা তো ষড়যন্ত্র ছিল। জনতা থেকে যে রিজেক্টেড রাম বাম আছে না …সিএম গুরুত্ব দেননি। ওখানকার লোকজনই তাড়িয়ে দিয়েছে। ওখান থেকে বের করে দিয়েছে। যদি প্রশ্ন করার কিছু থাকত তবে প্রশ্নোত্তর পর্বেই বলতে পারত। ওদের জ্বলছে। ফাটছে। ওদের মুখ্য়মন্ত্রীর তো কোনওদিন এমন সম্মান মেলেনি। বামেদের বিজেপির তো প্রধানমন্ত্রী তো প্রশ্ন উত্তরে অংশই নেন না। ওদের পরিকল্পনা ছিল ডিসটার্ব করার। কিন্তু ওদের তাড়িয়ে দিয়েছে।' দাবি কুণালের। কলকাতায় ফিরে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কুণাল ঘোষ।
এর আগে অক্সফোর্ডের বিক্ষোভ প্রসঙ্গে কুণাল ঘোষ লিখেছিলেন,
অক্সফোর্ডে ছ'পিসের অসভ্যতা ও দর্শকদের তাড়ায় পালানো প্রসঙ্গে:
1) অক্সফোর্ডে নাকি আমন্ত্রণ ছিল না। তাহলে অক্সফোর্ডের বক্তৃতার সময় বাঁদরামির দাবি কেন?
2) গোটা হল মুখ্যমন্ত্রীকে নিয়ে উচ্ছ্বসিত, আর রাজনৈতিক সস্তা প্রচারে ছবি তুলতে আসা নাটকবাজদের অস্তিত্ব কতটুকু?
3) প্রশ্ন করার থাকলে প্রশ্নোত্তরপর্বে না করে শুরু থেকে গোলমালের চেষ্টা কেন?
4) ভারতের কেন্দ্র ও অন্যান্য রাজ্যের ক্ষেত্রে প্রশ্ন থাকলে এই সভার মাঝে বাঁদরামির অপচেষ্টা হয় না কেন?
5) বামজমানায় বানতলায় ডাঃ অনিতা দেওয়ান ধর্ষণ, খুন বা আনন্দমার্গী সন্ন্যাসীদের হত্যা, বা উন্নাও, হাথরাস নিয়ে বিলেতের সভায় অসভ্য বিপ্লবীদের বাঁদরামি কখনও শুনেছেন?
6) ছ'পিসকে ফ্ল্যাট নাটক করানো হয় লন্ডনে, অথচ বাংলায় এরা জনদরবারে প্রত্যাখ্যাত; এদের ফেবু নাটকের প্রাসঙ্গিকতা কোথায়? মহাশূন্যে ভাসমান রামবাম।