সম্প্রতি কলকাতা পুলিশ এবং সিআইডিতে রদবদল হয়েছে। আর এবার রাজ্যের একাধিক দফতরের সচিব পর্যায়ের আধিকারিকদের রদবদল করল নবান্ন। পরিবেশ দফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, অপ্রচলিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি দফতরের পাশাপাশি আরও বেশ কিছু দফতরে রদবদল করা হয়েছে। এই সমস্ত আধিকারিকদের মধ্যে রয়েছেন রাজেশ কুমার, জগদীশপ্রসাদ মিনা, ইয়েলিচুরি রত্না কারা রাও প্রমূখ। এছাড়াও, প্রশাসনিকস্তরে আরও কিছু রদবদলের জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোস নবান্নের প্রস্তাবে স্বাক্ষর করেছেন।
আরও পড়ুন: পরামর্শদাতা নিয়োগের নামে প্রশাসনের ওপর সুপার পাওয়ার বসানো হচ্ছে: সুকান্ত মজুমদার
এতদিন রাজেশ কুমার ছিলেন পরিবেশ দফতরের প্রধান সচিব। এর পাশাপাশি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিবও ছিলেন। তাঁকে কারা প্রশাসন দফতরের সচিব করা হয়েছে। প্রসঙ্গত, পরিবেশ দফতরের থেকে কারা প্রশাসন দফতর একটি গুরুত্বপূর্ণ দফতর। সেই হিসেবে রাজেশের উন্নতি হয়েছে বলেই মনে করছেন আধিকারিকরা। যদিও অনেকের বক্তব্য, এর পিছনে রাজনৈতিক সমীকরণ রয়েছে। তবে প্রশাসনের দাবি ব্যবস্থাকে আরও জোরদার করতে এই বদলি করা হয়েছে। এর আগে কলকাতা পুলিশ এবং সিআইডির শীর্ষপদেও রদবদল হয়েছে। তারই অঙ্গ হিসেবে রাজেশ কুমারকে সরানো হয়েছে।
এদিকে, দূষণ নিয়ন্ত্রণের পর্ষদের সদস্য সচিব করা হয়েছে কর্মী বর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতরের সচিব এবং প্রেসিডেন্সি ডিভিশনের বিভাগীয় কমিশনার জগদীশপ্রসাদ মিনাকে। আগের দফতরে থাকার পাশাপাশি তিনি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের যুগ্ম সচিব করা হয়েছে মুখ্যমন্ত্রীর আস্থাভজন হিসেবে পরিচিত বিবেক কুমারকে।