বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > খাস কলকাতায় নিজের সার্ভিস রিভলভার দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
পরবর্তী খবর
খাস কলকাতায় নিজের সার্ভিস রিভলভার দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
1 মিনিটে পড়ুন Updated: 31 Jan 2024, 11:32 AM ISTMD Aslam Hossain
পর্ণশ্রীর গোপাল মিশ্র রোডের ওই আবাসনের দোতলার একটি ঘরে তিনি থাকতেন। সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। এদিন বিকেল ৪টে নাগাদ গুলির বিকট আওয়াজ শুনতে পেয়ে সেখানে ছুটে যান। ঘরের দরজা বন্ধ থাকায় স্থানীয়রা পুলিশে খবর দেন।
প্রতীকী ছবি
খাস কলকাতায় ফের আত্মঘাতী পুলিশ। নিজের সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হলেন কলকাতা পুলিশের এক নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল। তিনি ওয়ারলেস শাখায় কর্মরত ছিলেন। ওই পুলিশ কনস্টেবলের নাম পুলক ব্যাপারী (৩৫)। পর্ণশ্রী থানা এলাকায় তিনি আত্মঘাতী হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ একটি আবাসন থেকে তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পুলিশ।
জানা গিয়েছে, পর্ণশ্রীর গোপাল মিশ্র রোডের ওই আবাসনের দোতলার একটি ঘরে তিনি থাকতেন। সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। এদিন বিকেল ৪টে নাগাদ গুলির বিকট আওয়াজ শুনতে পেয়ে সেখানে ছুটে যান। ঘরের দরজা বন্ধ থাকায় স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে কনস্টেবলের দেহ। তাঁর দেহের কাছেই পড়েছিল পিস্তল। পুলিশ জানিয়েছে, ওই পিস্তল উদ্ধার করা হয়েছে। কী কারণে হত্যা করলেন ওই কনস্টেবল? তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গিয়েছে ওই আবাসনে ভাড়া থাকতেন পুলক বাবু। দীর্ঘদিন তিনি ছুটিতে ছিলেন। সম্প্রতি আবার তিনি কাজে যোগ দিয়েছেন। ছুটি নিয়ে কোনও সমস্যা হয়েছিল নাকি বাড়িতে কোনও সমস্যা হয়েছিল? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আবাসনের অন্যান্য বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।