কলকাতায় ফের ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠল। একটি টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে কলকাতার এক ব্যক্তির সঙ্গে প্রতারণা করে প্রতারকরা। তাদের ফাঁদে পা দিয়ে ২৪ লক্ষ টাকা খোয়া যায় ওই ব্যক্তির। সেই ঘটনার তদন্তে নেমে মধ্যপ্রদেশ থেকে তিনজনকে গ্রেফতার করল কলকাতা সাইবার পুলিশ। ধৃতদের নাম হল গৌরব নামদেব, পবন জোহরি ও দীপক গাঙ্গওয়াল।
আরও পড়ুন: ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে ৬৯ লক্ষ টাকার প্রতারণা, উঠে আসছে চিন যোগ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক প্রতারণার অভিযোগ দায়ের করেছিলন বেলেঘাটার এক বাসিন্দা। তাঁকে একটি টেলিগ্রাম গ্রুপে যোগ করা হয় এবং গ্রুপে জানানো হয়, ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করলে প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। তখন ওই ব্যক্তি প্রতারকদের ফাঁদে পা দিয়ে একে একে প্রায় ২৪ লক্ষ টাকা বিনিয়োগ করেন। কিন্তু, সেই টাকা ফেরত না পাওয়ায় তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। এরপর ওই ব্যক্তি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ টেলিগ্রাম গ্রুপটির সঙ্গে যুক্তদের আইপি অ্যাড্রেস বিশ্লেষণ করে। তখন তদন্তকারীরা জানতে পারেন ভিপিএন ব্যবহার করে প্রতারকরা এই টেলিগ্রাম গ্রুপ তৈরি করে। এর মাধ্যমে নিজেদের আসল ভৌগোলিক অবস্থান গোপন রাখে প্রতারকরা। তাতে দেখানো প্রতারকদের অবস্থান হচ্ছে দুবাই।