খাস কলকাতায় বাজ পড়ে মৃত্যু ২ মহিলার, গুরুতর জখম ১
1 মিনিটে পড়ুন Updated: 09 Jun 2023, 08:52 PM ISTChiranjib Paul
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন. দুপুরে কয়েকজন মহিলার সঙ্গে ধাপায় কাগজ কুড়ানোর কাজ করছিলেন সোনারপুরের বাসিন্দা ওই দুই মহিলা। সেই সময় হঠাৎ আকাশ কালো করে আসে। শুরু হয় বৃষ্টি ও মুহুর্মুহ বজ্রপাত। সেই সময় মাঠেও বাজ পড়ে।
শুক্রবার বিকালে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে গুরুতর আহত হন ওই দুই মহিলা।
স্বস্তির বৃষ্টিতে অস্বস্তির খবর। ধাপা এলাকায় বাজ পড়ে মৃত্যু হল দুই মহিলার। শুক্রবার বিকালে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে গুরুতর আহত হন ওই দুই মহিলা। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি হাসপাতালে ভর্তি।
মৃত দুই মহিলার নাম কাজলা নস্কর (৫৮) ও পলানি মণ্ডল (২৪)। সন্ন্যাসী মণ্ডল নামে এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন. দুপুরে কয়েকজন মহিলার সঙ্গে ধাপায় কাগজ কুড়ানোর কাজ করছিলেন সোনারপুরের বাসিন্দা ওই দুই মহিলা। সেই সময় হঠাৎ আকাশ কালো করে আসে। শুরু হয় বৃষ্টি ও মুহুর্মুহ বজ্রপাত। সেই সময় মাঠেও বাজ পড়ে। আহত হন তিন জন। তাঁদের তড়িঘড়ি এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দুই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
দীর্ঘ দাবদাহের পর শুক্রবার বিকাল তিনটে নাগাদ শহর জুড়ে বৃষ্টি শুরু হয়। তীব্র গরম থেকে মুক্তি পায় শহরবাসী। তারই মধ্যে খাস কলকাতায় বাজ পড়ে মৃত্যু হল দু'জনের। ঝোড়ো হাওয়ায় বেশ কয়েকটি গাছ উপড়ে যাওয়ার খবর এসেছে।